টেকনাফে আবারও বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবি

টেকনাফে আবারও বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবি

কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনে বিএনপির মনোনীত প্রার্থী শাহজাহান চৌধুরীকে পরিবর্তন করে মোহাম্মদ আবদুল্লাহকে মনোনয়ন দেওয়ার দাবি আরও জোরালো হচ্ছে। এর জন্য দলীয় নেতাকর্মীদের একাংশ ভোটারদের সঙ্গে নিয়ে একের পর এক কর্মসূচিও পালন অব্যাহত রেখেছেন।

শুক্রবার (২৮ নভেম্বর) বিকালে কক্সবাজারের টেকনাফে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় আয়োজিত দোয়া মাহফিল এবং ধানের শীর্ষ মার্কায় ভোট প্রদানের দাবিতে গণসংযোগ ও লিফলেট বিতরণ করা হয়েছে। যেখানে এ আসনে কক্সবাজার জেলা বিএনপির অর্থ সম্পাদক মোহাম্মদ আবদুল্লাহকে মনোনয়ন দেওয়া দাবি তোলা হয়েছে।

টেকনাফ পৌর শহরের আলো শপিং কমপ্লেক্সে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল পরিচালনা করেন যুবদল নেতা ও টেকনাফ সদর ইউনিয়নের চেয়ারম্যান জিয়াউর রহমান। দোয়া মাহফিল শেষ পৌর এলাকায় পরিচালিত হচ্ছে গণসংযোগ এবং লিফলেট বিতরণ।

এ সময় নেতাকর্মীদের দীর্ঘ সময়ের মামলা-হামলায় নির্যাতিত উল্লেখ করে আবদুল্লাহকে মনোনয়ন প্রদানের দাবি জানানো হয়। স্লোগান দেওয়া হয় তার পক্ষে।

কক্সবাজার জেলা বিএনপির সদস্য সুলতান আহমদ জানান, টেকনাফে আওয়ামী লীগ সরকারের ধারাবাহিক নির্যাতনের শিকার জন নেতা আবদুল্লাহ। এখানে তার সমর্থনও আকাশচুম্বী। ধানের শীর্ষ প্রার্থী বিজয় নিশ্চিত করতে তাকে মনোনয়ন দেওয়া জরুরি।

কর্মসূচিতে বিএনপি, শ্রমিকদল, কৃষকদলসহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। এর আগে একই দাবিতে উখিয়া ও টেকনাফে নানা কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। কাফনের কাপড় পরে মশাল মিছিল, কলা গাছ রোপণ, প্রতিবাদ সভাসহ নানা কর্মসূচিতে আবদুল্লাহর মনোনয়নের দাবি জানান তারা।

উল্লেখ্য, এই আসনে বিএনপির প্রার্থী হিসেবে ইতিমধ্যে কক্সবাজার জেলা বিএনপির সভাপতি সাবেক সংসদ সদস্য শাহজাহান চৌধুরীর নাম ঘোষণা করা হয়েছে।

Comments

0 total

Be the first to comment.

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ছাত্রীকে ধর্ষণের পর হত্যা: আদালতে আসামির স্বীকারোক্তি BanglaTribune | চট্টগ্রাম বিভাগ

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ছাত্রীকে ধর্ষণের পর হত্যা: আদালতে আসামির স্বীকারোক্তি

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ২০২১-২২ শিক্ষাবর্ষের ছাত্রীকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে বলে আদালতে...

Sep 14, 2025

More from this User

View all posts by admin