টাঙ্গাইলে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, দুটি হাসপাতাল ও যানবাহন ভাঙচুর

টাঙ্গাইলে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, দুটি হাসপাতাল ও যানবাহন ভাঙচুর

টাঙ্গাইল-১ (মধুপুর-ধনবাড়ী) আসনে দলীয় মনোনয়নকে কেন্দ্র করে মধুপুর পৌর শহরে বিএনপির দুই পক্ষের দফায় দফায় পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় দুটি বেসরকারি হাসপাতাল ও বেশ কিছু যানবাহন ভাঙচুর করা হয়। এ ঘটনায় দুই পক্ষের আট জন আহত হয়েছেন। 

বুধবার (১৯ নভেম্বর) বিকাল সোয়া ৪টার দিকে মধুপুর বাসস্ট্যান্ডে এ ঘটনা ঘটে। উত্তপ্ত পরিস্থিতির কারণে মধুপুরে ঘণ্টাখানেক যান চলাচল ও স্থানীয় দোকানপাট বন্ধ ছিল। 

দলীয় নেতাকর্মী ও স্থানীয় সূত্রে জানা যায়, টাঙ্গাইল-১ আসনে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ফকির মাহবুব আনাম স্বপন দলের প্রাথমিক মনোনয়ন পান। এরপর থেকে অপর মনোনয়নপ্রত্যাশী বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মোহাম্মদ আলীর গ্রুপ মনোনয়ন বাতিলের দাবিতে ধারাবাহিকভাবে কর্মসূচি পালন করে আসছে। বুধবার বিকালে মোহাম্মদ আলী গ্রুপের পূর্বনির্ধারিত বিক্ষোভ সমাবেশ ছিল। বিকাল সোয়া ৪টার দিকে বাসস্ট্যান্ডে দুই গ্রুপের মধ্যে ধাওয়া-পাল্টা ও সংঘর্ষ শুরু হয়। এ সময় লাইফ কেয়ার হাসপাতাল ও এশিয়া হসপিটাল এবং বেশ কয়েকটি যানবাহন ভাঙচুর হয়। এতে আতঙ্ক ছড়িয়ে পড়লে শহরের দোকানপাট বন্ধ হয়ে যায়। সংঘর্ষের সময় মধুপুর ত্রিমোহনা হয়ে বৃহত্তর ময়মনসিংহে যাতায়াতকারী যান চলাচল বন্ধ থাকে। পরে পুলিশ ও সেনাবাহিনীর হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

মধুপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক স্বপন ফকির গ্রুপের অনুসারী নাসির উদ্দিন বলেন, ‘আমরা শান্তিপূর্ণভাবে বাসস্ট্যান্ডে সমাবেশ করতে আসি। এ সময় ময়মনসিংহ রোডে মোহাম্মদ আলী গ্রুপের লোকজন অবস্থান করছিল। এমন পরিস্থিতিতে স্থানীয় প্রশাসন সমঝোতার চেষ্টা করে। কিন্তু তারা (মোহাম্মদ আলী গ্রুপের লোকজন) সমঝোতার চেষ্টা অবজ্ঞা করে আমাদের নেতাকর্মীদের ধাওয়া করলে সংঘর্ষ হয়। এ ঘটনায় মধুপুর পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক আরিফ, পারভেজ ও সাব্বির আহত হন। এর মধ্যে পারভেজকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।’

মধুপুর উপজেলা বিএনপির সভাপতি স্বপন ফকির গ্রুপের অনুসারী জাকির হোসেন সরকার বলেন, ‘মোহাম্মদ আলীর সমর্থকরা তারেক রহমানকে নিয়ে কটূক্তিমূলক কথাবার্তা বলে। স্বপন ফকিরের কর্মী-সমর্থকরা প্রতিবাদ জানান। একপর্যায়ে মোহাম্মদ আলীর লোকজন হামলা চালান। এতে কয়েকজন কর্মী আহত হন।’

মধুপুর উপজেলা বিএনপির সাবেক নেতা মোহাম্মদ আলী গ্রুপের অনুসারী মো. আনোয়ার হোসেন বলেন, ‘টাঙ্গাইল-১ আসনে মনোনয়নপ্রত্যাশী মোহাম্মদ আলীর মনোনয়নের দাবিতে মধুপুরের আনারস চত্বরে পূর্ব নির্ধারিত কর্মসূচি ছিল। স্বপন ফকিরের লোকজন বাসস্ট্যান্ডে অবস্থান নিলে প্রশাসনের পক্ষ থেকে সমঝোতার চেষ্টা করা হয়। তারা আমাদের বাসস্ট্যান্ডে সমাবেশ করতে নিষেধ করেন। পরবর্তীতে আমাদের নেতাকর্মীরা মিছিল নিয়ে বাসস্ট্যান্ডের দিকে এলে ককটেল বিস্ফোরণ হয়। এ সময় ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষ হয়। এ ঘটনায় আমাদের পাঁচ জন কর্মী আহত হন।’

মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমরানুল কবীর বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘পরিস্থিতি এখন  নিয়ন্ত্রণে রয়েছে। দুই পক্ষের কয়েকজন আহত হয়েছেন।’

এদিকে, বেসরকারি হাসপাতালে ভাঙচুর করার প্রতিবাদে বৃহস্পতিবার দুপুরে সভা ও মানবন্ধন কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ প্রাইভেট ক্লিনিক ও হসপিটাল ওনার্স অ্যাসোসিয়েশন।

Comments

0 total

Be the first to comment.

More from this User

View all posts by admin