সুষ্ঠু নির্বাচন না হলে দেশ সংকটে পড়বে: নুর

সুষ্ঠু নির্বাচন না হলে দেশ সংকটে পড়বে: নুর

গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন, দেশে বিশৃঙ্খলা হচ্ছে- পাহাড়ে অস্থিতিশীল পরিস্থিতি, নির্বাচন নিয়ে বিভাজন হচ্ছে। এখন যদি বহুল আকাঙ্ক্ষিত সুষ্ঠু নির্বাচন না হয় তাহলে দেশ সংকটে পড়বে বলেও মন্তব্য করেন তিনি।

শনিবার (৪ অক্টোবর) সিঙ্গাপুর থেকে চিকিৎসা শেষে দেশে ফিরে বিমানবন্দরে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি একথা বলেন।

নুর বলেন, আমাকে হত্যাচেষ্টার জন্যই আমাদের নেতাকর্মীদের ওপর হামলা হয়েছে। যদিও গণমাধ্যমে এসেছে জাতীয় পার্টি এবং গণ অধিকার পরিষদের সংঘর্ষে নুরুল হক নুর আহত হয়েছে। প্রকৃত অর্থে জাতীয় পার্টির সাথে ওইরকমভাবে আমাদের কোনও সংঘর্ষ হয়নি। মিছিল নিয়ে অধিকাংশ নেতাকর্মী আমাদের কার্যালয়ে পৌঁছে গিয়েছিল।

তিনি বলেন, মিছিলের শেষপ্রান্তে কিছু লোক ফ্যাসিবাদের দোসর ভারতীয় তাবেদার এবং দেশবিরোধী অপশক্তি জাতীয় পার্টির কার্যালয়ের সামনে যদিও সেটি কার্যালয় নয় মূলত এস আলমের বিল্ডিং থেকে সন্ত্রাসীরা আমাদের ঢিল মারে কয়েকজনের কাপড় টেনে ধরে। আমরা আমাদের কার্যালয়ের সামনে সংবাদ সম্মেলনের প্রস্তুতি নিচ্ছিলাম তখন আইনশৃঙ্খলা বাহিনী যেখানে পুলিশ এবং সেনা সদস্যরা ছিলো সেই অবস্থায় আমাদের ওপর হামলা করে।

এই বাংলাদেশের এমন কেউ নেই যারা ভিপি নুরকে চেনে না। পুলিশ এবং সেনাবাহিনী নিশ্চয়ই আমাকে চেনে। চেনার পরও কৌশলে কেউ বাঁশ, লাঠি দিয়ে, মাথায় যে যেভাবে পেরেছে আঘাত করেছে।

নুর বলেন, দেশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ জানিয়েছে পুলিশ এই ঘটনায় জড়িত নয়, কোনও নির্দেশনা দেয়া হয়নি। সেনাবাহিনীর অনেকেই জানিয়েছে তাদের এমন কোনও নির্দেশনা ছিলো না। তাহলে এই ঘটনা কারা ঘটিয়েছে শেখ হাসিনার জ্বীন নাকি মোদির জ্বীন এই ঘটনা ঘটিয়েছে এমন প্রশ্নও রাখেন নুর।

পুলিশ প্রধান এবং সেনাপ্রধানকে উল্লেশ্য করে তিনি বলেন, আপনাদের পরিষ্কারভাবে বলতে চাই আপনারা যদি এই ঘটনায় নির্দেশনা না দিয়ে থাকেন তাহলে কারা দিয়েছে কোথা থেকে এই নির্দেশনা এসেছে সেই ঘটনার একটা নিরপেক্ষ তদন্ত করে জড়িতদের বিচারের মুখোমুখি করবেন এটাই আমাদের প্রত্যাশা।

আমরা যে নতুন বাংলাদেশের কথা বলি এক বছরে কৃষ্টি, কালচার কিছুই পরিবর্তন হয়নি। ভাগ বাটোয়ারার ব্যক্তিদের পরিবর্তন হয়েছে বলেও জানান তিনি।

/এএস

Comments

0 total

Be the first to comment.

লেজুড়বৃত্তিক ছাত্র-শিক্ষক রাজনীতির মাশুল দিতে হচ্ছে: বদিউল আলম মজুমদার JamunaTV | জাতীয়

লেজুড়বৃত্তিক ছাত্র-শিক্ষক রাজনীতির মাশুল দিতে হচ্ছে: বদিউল আলম মজুমদার

ফাইল ছবি।নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার বলেছেন, লেজুড়বৃত্তিক শিক্ষক ও ছ...

Sep 13, 2025

More from this User

View all posts by admin