সুপার ফোরে উঠতে ‘যদি-কিন্তু’ সমীকরণে বাংলাদেশ

সুপার ফোরে উঠতে ‘যদি-কিন্তু’ সমীকরণে বাংলাদেশ

এশিয়া কাপের ‘বি’ গ্রুপের ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে প্রায় চমকই ঘটিয়ে ফেলেছিল হংকং। যদি তা হতো, তবে বাংলাদেশের জন্য সুপার ফোরে ওঠার সমীকরণ আরও সহজ হয়ে যেত।

আজআফগানিস্তানের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। সুপার ফোরে টিকে থাকতে হলে এই ম্যাচে জয়ের বিকল্প নেই। কিন্তু আফগানিস্তানের বিপক্ষে সাম্প্রতিক ফলাফল খুব একটা ইতিবাচক নয় বাংলাদেশের জন্য। তাছাড়া ম্যাচের ভেন্যুও অনেকটা আফগানিস্তানের হোম গ্রাউন্ডের মতো।

তবে ম্যাচ জিতলেই সব সমস্যা শেষ হবে না। চোখ রাখতে হবে গ্রুপের শেষ ম্যাচের দিকেও, যেখানে শ্রীলঙ্কার মুখোমুখি হবে আফগানিস্তান। দুই ম্যাচে দুই জয়ে ৪ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে লঙ্কানরা। যদি তারা আফগানদের হারায়, তবে ৬ পয়েন্ট নিয়ে গ্রুপসেরা হয়ে সুপার ফোরে উঠবে। সেক্ষেত্রে বাংলাদেশ আজ যেকোনো ব্যবধানে জিতলেই জায়গা পাকা হবে পরের পর্বে।

কিন্তু যদি আফগানিস্তান জেতে, তবে সমীকরণ হবে জটিল। বাংলাদেশ আজ জিতলে শ্রীলঙ্কা, আফগানিস্তান এবং বাংলাদেশের পয়েন্ট সমান ৪ হবে। তখন নির্ধারণী হবে রান রেট। এই জায়গায় শ্রীলঙ্কা ও আফগানিস্তান দুই দলই এগিয়ে আছে। ফলে আফগানদের বিপক্ষে বড় ব্যবধানে জেতার চেষ্টা করতে হবে টাইগারদের।

অন্যদিকে, যদি বাংলাদেশ আফগানিস্তানের কাছে হেরে যায়, তবে আর কোনো সমীকরণই কাজে লাগবে না। টাইগারদের পয়েন্ট থেকে যাবে ২। তখন শ্রীলঙ্কা ও আফগানিস্তান, নিজেদের ম্যাচের আগে-ই ৪ পয়েন্টে থেকে নিশ্চিত হয়ে যাবে পরবর্তী পর্বের লড়াইয়ে।

আরইউ

Comments

0 total

Be the first to comment.

More from this User

View all posts by admin