সুমুদ ফ্লোটিলা নিয়ে সরব নেটদুনিয়া

সুমুদ ফ্লোটিলা নিয়ে সরব নেটদুনিয়া

ফিলিস্তিনের গাজা উপত্যকায় মানবিক সহায়তা পৌঁছে দেওয়ার জন্য বিশ্বব্যাপী সংগঠিত সুমুদ ফ্লোটিলার বেশ কয়েকটি জাহাজ রওয়ানা দিয়েছে। সুমুদ ফ্লোটিলা সমুদ্রপথে গাজায় ত্রাণ নিয়ে যাওয়ার একটি বৈশ্বিক প্রচেষ্টা। এ নৌবহরে আছে ৪০টির বেশি বেসামরিক নৌযান। যাতে ৪৪ দেশের প্রায় ৫০০ মানুষ আছেন।

জাহাজের এই বহরে যোগ দিয়েছেন বাংলাদেশের আলোকচিত্রী শহিদুল আলম, বাংলাদেশি বংশোদ্ভুত ব্রিটিশ নাগরিক রুহি আক্তার। সুমুদ ফ্লোটিলার কিছু জাহাজ ইসরায়েল বাহিনীর হাতে জিম্মি রয়েছে। একটি জাহাজ তীরের কাছাকাছি পৌঁছে গেছে। তাই তো শ্বাসরুদ্ধকর এই উদ্যোগ নিয়ে সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন রকম পোস্ট লক্ষ্য করা গেছে।

মাহিরা ইসলাম লুবাবা লিখেছেন, ‌‘১৩টি জাহাজ আটকে রাখার পরও গাজার দিকে যাচ্ছে আরও ৪০টি জাহাজ। এটাই গাজার প্রতি ভালোবাসা। জীবন দিয়েও তাদের সহযোগিতা করা। এটাই ইসলামের শক্তি।’

মঈন মুরসালিন লিখেছেন, ‘যাঁরা জীর্ণ জাতির বুকে জাগালো আশা, মৌন-মলিন মুখে জোগালো ভাষা। ৫৫টিরও বেশি ছোট জাহাজে করে সাহায্য নিয়ে গাজার উদ্দেশ্যে এগিয়ে যাচ্ছে আন্তর্জাতিক নৌবহর গ্লোবাল সুমুদ ফ্লোটিলা। গ্লোবাল সুমুদ ফ্লোটিলা- সফল হোক।’

আরও পড়ুনসোশ্যাল মিডিয়ায় কেন বাঁশের ছড়াছড়ি?বাবা-মেয়ের আবেগঘন মুহূর্ত ভাইরাল, ভাসছে প্রশংসায়

গাজী মুনছুর আজিজ লিখেছেন, ‘দ্য রিয়েল হিরো। সুমুদ ফ্লোটিলার যাত্রা সফল হোক। অভিবাদন আলোকচিত্রী শহিদুল আলম।’

মানিক মুনতাছির লিখেছেন, ‘ধর্মের আমি ধারি না কো ধার! আগে তো মুক্তি পাক মানবাধিকার। সমুদ্রের ঢেউয়ে বিলীন হোক দখলদার ইসরায়েল। স্বাধীন দেশ হিসেবে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাক প্যালেস্টাইন! জয়তু।’

ইয়িলদিরিম মারু একজনের ছবি পোস্ট করে লিখেছেন, ‘রুহি আক্তার নামের ব্রিটিশ-বাংলাদেশি এই আপুও আছেন সবার সাথে।’

অনন্ত আরফাত লিখেছেন, ‘মিকেনো নামের জাহাজটা এখনো ইন্টারসেপ্ট হয়নি। ইজরায়েলি হানাদারদের এড়িয়ে গাজার জলসীমায় ঢুকে পড়ছে। আর হয়তো চার-পাঁচ নটিক্যাল মাইল বাকি। গাজার শিশুরা হয়তো দেখতে পাচ্ছে মিকেনোর ছাদে উড়ছে ফিলিস্তিনের পতাকা। পৃথিবীর বেশিরভাগ মানুষ এই নৌবহরের চোখ দিয়ে গাজার দিকে তাকায়ে আছে। আর গাজার শিশুরা তাকায়ে আছে নৌবহরের দিকে। ইজরায়েলি হানাদারেরা ইন্টারসেপ্ট না করলে একটু পরেই গাজার শিশুদের কাছে পৌঁছে যাবে মিকেনো! আমরা অপেক্ষায় থাকলাম!’

এসইউ/জেআইএম

Comments

0 total

Be the first to comment.

নিউইয়র্কে উপদেষ্টা মাহফুজের ওপর হামলার ঘটনায় কয়েকজন গ্রেফতার Jagonews | সোশ্যাল মিডিয়া

নিউইয়র্কে উপদেষ্টা মাহফুজের ওপর হামলার ঘটনায় কয়েকজন গ্রেফতার

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক বাংলাদেশ কনস্যুলেট অফিসে তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের ওপর হামলার ঘটনায় এখন পর্...

Sep 19, 2025

More from this User

View all posts by admin