সশস্ত্র বাহিনী মানুষের পক্ষে থাকায় বিগত শাসনের অবসান দ্রুত হয়েছে: প্রধান উপদেষ্টা

সশস্ত্র বাহিনী মানুষের পক্ষে থাকায় বিগত শাসনের অবসান দ্রুত হয়েছে: প্রধান উপদেষ্টা

সশস্ত্র বাহিনী মানুষের পক্ষে থাকায় বিগত শাসনের অবসান দ্রুত হয়েছে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

তিনি বলেন, “একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বুঝতে পেরেছে, সে যেকোনও কিছু করার জন্য স্বাধীন, কিন্তু একজন সশস্ত্র বাহিনীর সদস্য চাইলেই সবকিছু করতে পারে না। তারা একটি সুশৃঙ্খল বাহিনী, যেখানে সর্বোচ্চ শৃঙ্খলা মেনে চলতে হয়। অভ্যুত্থানের মতো পরিস্থিতিতে একজন সেনা সদস্য কী করতে পারে! আমি নিশ্চিত যে এ নিয়ে বিতর্ক আলোচনা হয়েছে। সেনা সদস্যরা এমন পরিস্থিতিতে করবে কি- ছাত্রদের সঙ্গে যুক্ত হবে নাকি সরকারের। এই প্রশ্নে বিভক্ত হয়ে পড়ার কথা যে কারও পক্ষে দাঁড়াবে। বাংলাদেশ একটি সৌভাগ্যবান দেশ যে আমাদের সশস্ত্র বাহিনী তাদের প্রধানদের নেতৃত্বে দেশের মানুষের পক্ষে প্রতিশ্রুত ছিল। যার কারণে বিগত শাসনের অবসান দ্রুত হয়েছে।”

বুধবার (১৯ নভেম্বর) মিরপুর সেনানিবাসে ডিফেন্স সার্ভিসেস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজে ডিএসসিএসসি-২০২৫ এর গ্র্যাজুয়েশনে এসব কথা বলেন প্রধান উপদেষ্টা।

তিনি বলেন, “তবে এই অবসান সব সমস্যার সমাধান না। এটি নতুন আরও সমস্যা সৃষ্টি করে স্থিতিশীল হতে। কিন্তু বাংলাদেশ সৌভাগ্যবান যে তার দেশের সশস্ত্র বাহিনী দাঁড়িয়েছে। ফলে আমরা সামনে এগিয়ে যেতে পেরেছি। জাতির সব আশা আকাঙ্ক্ষা বাস্তবায়নের কাজ করা গেছে। কারণ, তাদের সশস্ত্র বাহিনী তাদের পেছনে দাঁড়িয়ে আছে।” 

ড. ইউনূস বলেন, “বাংলাদেশের এই উত্তরণের মুহূর্তে যেটাকে আমরা বারবার বলছি, একটি নতুন বাংলাদেশে রূপান্তর; এ সময় আপনাদের এখানে অবস্থান খুবই গৌরবের। আমরা যা যা করছি সেটা খোলা চোখে দৃশ্যমান। দেশের কী অবস্থা ছিল সেটা সম্পর্কে আপনারা অবগত আছেন, তরুণরা বিপ্লবী হয়েছিল, রক্ত দিয়েছে, বুলেটের বিরুদ্ধে বুক পেতে দিয়েছে, এর ফলে ওই শাসনামলের অবসান হয়েছে এবং নতুন একটা দেশের সূচনা হয়েছে। এটি শুধু বাংলাদেশের মানুষের আকাঙ্ক্ষা নয়, এটি বৈশ্বিক আকাঙ্ক্ষা।”

Comments

0 total

Be the first to comment.

নির্বাচনি প্রশিক্ষণ ইনস্টিটিউটের মহাপরিচালক হলেন হাসানুজ্জামান BanglaTribune | জাতীয়

নির্বাচনি প্রশিক্ষণ ইনস্টিটিউটের মহাপরিচালক হলেন হাসানুজ্জামান

নির্বাচন কমিশন সচিবালয়ের মাঠ পর্যায়ে কর্মরত পরিচালক মুহাম্মদ হাসানুজ্জামানকে নির্বাচনি প্রশিক্ষণ ইনস...

Sep 15, 2025

More from this User

View all posts by admin