শ্রমিক কল্যাণ তহবিলে অনুদান দিল প্রাণ-আরএফএল গ্রুপ

শ্রমিক কল্যাণ তহবিলে অনুদান দিল প্রাণ-আরএফএল গ্রুপ

শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের তহবিলে অনুদান দিয়েছে প্রাণ-আরএফএল গ্রুপ। কোম্পানিটি তাদের ওয়ার্কার্স প্রফিট পার্টিসিপেশন ফান্ড (ডব্লিউপিপিএফ) থেকে এ অর্থ দিয়েছে।

সম্প্রতি বাংলাদেশ সচিবালয়ে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের হয়ে অনুদানের চেক গ্রহণ করেন মন্ত্রণালয়ের সচিব মো. সানোয়ার জাহান ভূঁইয়া। এ সময় উপস্থিত ছিলেন প্রাণ-আরএফএল গ্রুপের প্রাণ-আরএফএল গ্রুপের বিপণন পরিচালক কামরুজ্জামান কামাল ও উপমহাব্যবস্থাপক (পিআর) তৌহিদুজ্জামান।

এ বিষয়ে কামরুজ্জামান কামাল বলেন, শিল্পের উন্নয়ন ও শ্রমিক কল্যাণ একে অপরের সঙ্গে জড়িত। প্রাণ-আরএফএল গ্রুপ সব সময় শ্রমিকদের উন্নয়নে কাজ করতে বদ্ধপরিকর।

কামরুজ্জামান কামাল আরও বলেন, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন তহবিল দেশের শ্রমিক ও তাঁদের পরিবারের কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। প্রাণ-আরএফএল গ্রুপের অনুদান এই তহবিলকে আরও শক্তিশালী করছে।

প্রাণ-আরএফএল গ্রুপ ১৯৮১ সালে যাত্রা শুরু করে। খাদ্য ও পানীয়, হাউসওয়্যার পণ্য, ইলেকট্রনিকস, হালকা প্রকৌশল, তৈরি পোশাকসহ বিভিন্ন খাতে ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করছে প্রতিষ্ঠানটি। বর্তমানে প্রাণ-আরএফএল গ্রুপে দেড় লাখের বেশি লোক কাজ করছেন।

Comments

0 total

Be the first to comment.

পাঁচ টাকা খরচে আয় এক টাকা Prothomalo | শিল্প

পাঁচ টাকা খরচে আয় এক টাকা

শেয়ারবাজারে তালিকাভুক্ত দেশের একমাত্র সরকারি কাচ কারখানা উসমানিয়া গ্লাস শিট দুই বছর ধরে বন্ধ। চট্টগ্...

Sep 13, 2025

More from this User

View all posts by admin