সরকারি মাধ্যমিকে ভর্তি আবেদন শুরু শুক্রবার

সরকারি মাধ্যমিকে ভর্তি আবেদন শুরু শুক্রবার

সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে অনলাইনে ভর্তি আবেদন শুক্রবার (২১ নভেম্বর) সকাল ১১টা থেকে শুরু হচ্ছে। ভর্তির আবেদন গ্রহণ শেষ হবে আগামী ৫ ডিসেম্বর বিকাল ৫টায়।

বৃহস্পতিবার (২০ নভেম্বর) মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর ২০২৬ শিক্ষার্থী ভর্তি সংক্রান্ত অফিস আদেশ জারি করে।

দেশের সব সরকারি মাধ্যমিক বিদ্যালয় ও মহানগর, জেলা সদর এবং উপজেলা সদরে অবস্থিত সরকারি বিদ্যালয়ের ভর্তি ফরম অনলাইনে পূরণের কথা জানানো হয়।

গত ১৩ নভেম্বর সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ২০২৬ শিক্ষাবর্ষের জন্য ভর্তি নীতিমালা জারি করে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ। এছাড়া বুধবার (১৯ নভেম্বর) বেসরকারি নিম্ন মাধ্যমিক, মাধ্যমিক ও সংযুক্ত প্রাথমিক স্তরের ভর্তি নীতিমালা প্রকাশ করে।

ভর্তি নীতিমালা অনুযায়ী সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের ২০২৬ শিক্ষাবর্ষে শিক্ষার্থী ভর্তিতে প্রার্থীরা অনলাইনে https://gsa.teletalk.com.bd ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করে সাবমিট করতে পারবে।

Comments

0 total

Be the first to comment.

ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় নিয়ে বদরুনন্নেসার শিক্ষার্থীদের উদ্বেগ BanglaTribune | শিক্ষা

ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় নিয়ে বদরুনন্নেসার শিক্ষার্থীদের উদ্বেগ

রাজধানীর সাত সরকারি কলেজের সমন্বয়ে প্রস্তাবিত ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় নিয়ে এবার উদ্বেগ জানিয়েছে...

Sep 23, 2025

More from this User

View all posts by admin