সরকারি কর্মচারীদের প্রশিক্ষণ ভাতা কোন গ্রেডে কত বাড়ল

সরকারি কর্মচারীদের প্রশিক্ষণ ভাতা কোন গ্রেডে কত বাড়ল

সরকারি কর্মচারীদের প্রশিক্ষণ ভাতা বাড়ানো হয়েছে। অর্থ মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ কথা জানানো হয়।

৯ম গ্রেড বা তার উচ্চ গ্রেডের কর্মকর্তাদের কেন্দ্রে অবস্থানকালীন পুনর্নির্ধারিত ভাতা ৮০০ টাকা, যা আগে ছিল ৬০০ টাকা। এই গ্রেডে ২০০ টাকা বাড়িয়েছে সরকার।

একই গ্রেডে মাঠসংযুক্তকালীন নতুন ভাতা হবে ১০০০ টাকা, যা আগে ছিল ৭০০ টাকা।

অন্যদিকে ১০ম বা তার নিচে কর্মচারীদের ক্ষেত্রে যথাক্রমে ৬০০ ও ৭০০ টাকা; আগে যা ছিল ৫০০ ও ৬০০ টাকা।

এর আগে গত আগস্টে সরকারের বিষয়ভিত্তিক অভ্যন্তরীণ প্রশিক্ষণের বক্তা সম্মানী এবং প্রশিক্ষণ ভাতার হার পুনর্নির্ধারণ করেছে সরকার। তখন প্রশিক্ষক ও প্রশিক্ষণার্থী উভয়েরই ভাতা বাড়ানো হয়। প্রশিক্ষণার্থীদের ভাতা বাড়িয়ে দ্বিগুণ করা হয়।

প্রশিক্ষকদের ভাতা বেড়েছে ৫০ শতাংশ পর্যন্ত। এছাড়া গত জুলাই থেকে সরকারি কর্মচারীরা মূল বেতনের ওপর ১০ থেকে ১৫ শতাংশ বিশেষ সুবিধা দিয়েছে সরকার। কর্মরত ব্যক্তিদের ক্ষেত্রে এ ‘বিশেষ সুবিধা’র ন্যূনতম পরিমাণ ১ হাজার ৫০০ টাকা, আর পেনশনভোগীদের জন্য ন্যূনতম ৭৫০ টাকা করা হয়েছে।

এনডি

Comments

0 total

Be the first to comment.

More from this User

View all posts by admin