সরকারের ‘প্রস্তাব’ প্রত্যাখ্যান, কিছুক্ষণ পর শাহবাগে অবরোধে যাবেন শিক্ষকরা

সরকারের ‘প্রস্তাব’ প্রত্যাখ্যান, কিছুক্ষণ পর শাহবাগে অবরোধে যাবেন শিক্ষকরা

মন্ত্রণালয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করে দুপুরে রাজধানীর শাহবাগ অবরোধের ঘোষণা দিয়েছেন এমপিওভুক্ত বেসরকারি প্রতিষ্ঠানের শিক্ষকরা।

বুধবার (১৫ অক্টোবর) দুপুরে এমিপওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্য সচিব দেলাওয়ার হোসাইন আজিজী এ তথ্য জানান।

বেতনের ২০ শতাংশ বাড়ি ভাড়া, ১৫০০ টাকা চিকিৎসাভাতা ও কর্মচারীদের ৭৫ শতাংশ উৎসব ভাতা দেওয়ার দাবিতে এমপিওভুক্ত বেসরকারি প্রতিষ্ঠানের শিক্ষকরা কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান করছেন।

দেলাওয়ার হোসাইন আজিজী জানান, তাদের সঙ্গে সংহতি জানাতে এনসিপি, বিশ্ববিদ্যালয় শিক্ষক ফোরাম ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী এসেছেন। তারা বক্তব্য দেওয়ার পর তারা শাহবাগ অবরোধ করতে যাবেন।

দেলাওয়ার হোসেন বলেন, শিক্ষা মন্ত্রণালয়ের ডেপুটি সেক্রেটারি গতকাল রাত ৯টায় আমাকে কল করেছেন। তিনি বলেছেন, স্লট আকারে আমাদের বেতন দিলে হবে কী না। অর্থাৎ শুরুতে ৫ শতাংশ, ৬ মাস পর আরও ৫ শতাংশ; এভাবে। আমি বলেছি, আন্দোলন যে পর্যায়ে গেছে, ১ শতাংশ কম হলেও শিক্ষকরা মানবেন না।

তিনি আরও বলেন, আমরা আজ জামায়াতের সিনিয়র নায়েবে আমির অধ্যাপক মজিবুর রহমানের সঙ্গে বসেছি। তারা আমাদের আন্দোলন সম্পর্কে জানতে চেয়েছেন, এবং তাদের করণীয় সম্পর্কে জানতে চেয়েছেন।

তিনি বলেন, এছাড়াও গতকাল রাতে এনসিপি থেকে আমাদের আমন্ত্রণ জানানো হয়েছিল। তারা আমাদের জন্য কী করেছেন, তা ব্রিফ করেছেন সেখানে। আমাদের আন্দোলন সফলতার দিকে যাচ্ছে।

এফএইচ/জেএইচ

Comments

0 total

Be the first to comment.

More from this User

View all posts by admin