সরকারের চেয়ে পাচারকারীরা বেশি স্মার্ট: অর্থ উপদেষ্টা

সরকারের চেয়ে পাচারকারীরা বেশি স্মার্ট: অর্থ উপদেষ্টা

সরকারের চেয়ে পাচারকারীরা অধিক স্মার্ট বলে মন্তব্য করেছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। তিনি বলেন, তারা অধিক স্মার্ট বলে টাকা পাচার করতে পারে।

সোমবার (২৯ সেপ্টেম্বর) ইকোনোমিক রিপোর্টার্স ফোরাম (ইআরএফ) আয়োজিত ‘ফাইন্যান্সিয়াল ট্রান্সপারেন্সি ইন করপোরেট সেক্টর’ বিষয়ক সেমিনার ও ইআরএফ প্রশিক্ষণ ইনস্টিটিউটের শিক্ষা কার্যক্রমের উদ্বোধনে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অর্থ উপদেষ্টা বলেন, নিরীক্ষকদের ‘ফোর্থ আই‘ হিসাবে ভূমিকা রাখতে হবে। নিরীক্ষকরা সঠিক নিরীক্ষা করলে পাচার রোধে ভূমিকা পালন করতে পারেন।

তিনি বলেন, আমাদের ভালো কাজের জন্য প্রশংসা করার পাশাপাশি ত্রুটিগুলোর সমালোচনা করবেন, যাতে অধিক ভালো নিশ্চিত করা যায়। সাংবাদিকরা মাঠের সঠিক চিত্র তুলে ধরেন, কেস স্টাডি করেন। একাডেমিশিয়ানরা কাঠামোগত প্রতিবেদন তৈরি করেন, যেখানে রিয়াল টাইম চিত্র থাকে না।

বিশেষ অতিথির বক্তব্যে অর্থ সচিব ড. মো. খায়েরুজ্জামান মজুমদার বলেন, অর্থনীতি বিটের রিপোর্টাররা আমাদের বাজেটের চিন্তাকে সহজ করা দেন। গত বাজেটে আমরা যখন ভাবছিলাম বাজেট কেমন হবে। সে সময় অর্থনৈতিক রিপোর্টারদের রিপোর্টে আমরা সেই উত্তরটা পাই। পাশাপাশি গণমাধ্যম নির্দেশিত মতের সমর্থকও তৈরি করে। এভাবে গত বাজেটে গণমাধ্যমে আমাদের সহায়ক ভূমিকা পালন করেছিল।

ফাইন্যান্সিয়াল রিপোর্টিং কাউন্সিলের (এফআরসি) চেয়ারম্যান ড. মো. সাজ্জাদ হোসেন ভূঁইয়া বলেন, আর্থিক প্রতিবেদন (ফাইনান্সিয়াল রিপোর্ট) ব্যাংক থেকে টাকা বের করে নিয়ে যাওয়ার ক্ষেত্রে সহায়কের ভূমিকা পালন করতে পারে। যখন কোনো কোম্পানির সম্পদকে বেশি মূল্যায়ন করে আর্থিক প্রতিবেদন দেওয়া হয়, তখন তার মাধ্যমে কম মর্টগেজ রেখে বেশি টাকা বের করে নিয়ে যায়। ওই গ্রাহক খেলাপি হলে তার বন্দক রাখা সম্পদ বিক্রি করে ঋণের সামান্য অংশও উঠে আসে না। সাম্প্রতিক সময়ে ঋণের নামে ব্যাংক থেকে টাকা নিয়ে পাচারের যে ঘটনা ঘটেছে, সেই ঋণের মর্টগেজকে নিরীক্ষা প্রতিবেদনে বেশি করে দেখানো হয়েছে।

তিনি বলেন, আমরা সম্পদের অতিমূল্যায়ন রোধে করণীয় করছি, যাতে ভুল প্রতিবেদন দেখিয়ে টাকা না নিয়ে যেতে পারে।

ইকোনমিক রিপোর্টার্স ফোরামের (ইআরএফ) সভাপতি দৌলত আক্তার মালার সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশের (আইসিএবি) সভাপতি এন কে এ মবিন এবং ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশের (আইসিএবি) প্রধান নির্বাহী কর্মকর্তা শুভাশীষ বসু, ইআরএফ-এর সাবেক সাধারণ সম্পাদক শহিদুজ্জামান। অনুষ্ঠান পরিচালনা করেন ইআরএফ-এর সাধারণ সম্পাদক আবুল কাসেম।

জেডএ/এমজেএফ

Comments

0 total

Be the first to comment.

জীবন ও সম্পদ বাঁচাতে সড়কে উন্নত পরিবহন যুক্ত করতে হবে: উপদেষ্টা  Banglanews24 | অর্থনীতি-ব্যবসা

জীবন ও সম্পদ বাঁচাতে সড়কে উন্নত পরিবহন যুক্ত করতে হবে: উপদেষ্টা 

দুর্ঘটনা এড়াতে সড়কের অবকাঠামো উন্নয়নের পাশাপাশি উন্নত ধরনের পরিবহন সংযোজনের তাগিদ দিয়েছেন বাণিজ্য উপ...

Sep 12, 2025
বাগেরহাটে চারদফা দাবিতে ইসলামী ব্যাংক গ্রাহকদের মানববন্ধন Banglanews24 | অর্থনীতি-ব্যবসা

বাগেরহাটে চারদফা দাবিতে ইসলামী ব্যাংক গ্রাহকদের মানববন্ধন

বাগেরহাট: বাগেরহাটে ইসলামী ব্যাংক থেকে এস আলম গ্রুপের নেওয়া ঋণের অর্থ পাচার, অবৈধভাবে কর্মকর্তা-কর্ম...

Oct 06, 2025

More from this User

View all posts by admin