স্পিনে ধস নামালেন জাদেজা, তিন দিনেই ইনিংস ব্যবধানে জিতল ভারত

স্পিনে ধস নামালেন জাদেজা, তিন দিনেই ইনিংস ব্যবধানে জিতল ভারত

ভারতের সহ-অধিনায়ক রবীন্দ্র জাদেজা তার দুর্দান্ত অলরাউন্ড নৈপুণ্য প্রদর্শন করলেন। অপরাজিত শতকের সঙ্গে নিলেন চার উইকেট।

ভারত দ্বিতীয় দিন শেষে ৪৪৮/৫ স্কোর রেখে ইনিংস ঘোষণা করে। প্রথম ইনিংসে ২৮৬ রানে পিছিয়ে থাকা ওয়েস্ট ইন্ডিজ দ্বিতীয় ইনিংসে আরও করুণভাবে ভেঙে পড়ে, মাত্র ৪৫.১ ওভারে ১৪৬ রানে অলআউট। বল হাতে জাদেজা নেন ৪ উইকেট, ৫৪ রানে।

দ্বিতীয় টেস্ট অনুষ্ঠিত হবে ১০ থেকে ১৪ অক্টোবর নয়াদিল্লিতে।

খেলার পর ভারতের অধিনায়ক শুভমান গিল বলেন, ‘সত্যি বলতে, আমাদের জন্য এটা একদম পারফেক্ট ম্যাচ ছিল। তিনটা শতক, দারুণ ফিল্ডিং। অভিযোগের কিছুই নেই। ’

প্রথম দিন পিচে ছিল পেসারদের দাপট। মোহাম্মদ সিরাজ (৪/৪০ ও ৩/৩১) এবং জসপ্রিত বুমরাহ (৩/৪২) মিলে ওয়েস্ট ইন্ডিজকে প্রথম ইনিংসে ধসিয়ে দেন। দ্বিতীয় দিন ছিল ভারতীয় ব্যাটারদের সময়। লোকেশ রাহুল (১০০) নয় বছর পর ঘরে শতক পেলেন, উইকেটকিপার-ব্যাটার ধ্রুব জুরেল (১২৫) তুলে নিলেন তার ক্যারিয়ারের প্রথম টেস্ট শতক, আর রবীন্দ্র জাদেজা (১০৪ অপরাজিত) ব্যাট হাতে ফর্মের ধারাবাহিকতা রাখলেন।

ভারতের বড় লিড নিশ্চিত হওয়ার পর তৃতীয় দিনে ইনিংস ঘোষণা করা হয়। আজ সকালে স্পিনারদের জন্য কিছুটা সহায়তা পাওয়া মাত্রই জাদেজা ও কুলদীপ যাদব মিলে শুরু করেন ধ্বংসযজ্ঞ।

নিতিশ রেড্ডির দুর্দান্ত ডাইভিং ক্যাচে সিরাজ প্রথম উইকেট তুলে নেন। এরপর জাদেজা তার স্পিনে ধ্বস নামান। চন্দরপল (৮), ক্যাম্পবেল (১৪), ব্র্যান্ডন কিং (৫) এবং শাই হোপ (১৭) সবাই ফিরলেন তার ঘূর্ণিতে।

জাদেজা বলেন, ‘উইকেটে কিছুটা টার্ন ছিল, কাজে লাগানোর চেষ্টা করেছি। ব্যাটিংয়ের পর এমন একটা বোলিং পারফরম্যান্স দারুণ লাগছে। ’

কুলদীপের স্পিনে পরাস্ত হন ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক রোস্টন চেজ (১), আর মাঝের সময় সিরাজ নেন জাস্টিন গ্রিভস (২৫) ও জোমেল ওয়ারিকান (০)-এর উইকেট। শেষ দিকে কুলদীপ (২/২৩) তার নিজের বোলিংয়ের রিটার্ন ক্যাচে জয়সূচক উইকেট নেন জেডন সিলস (২২)-এর, যা ভারতের ইনিংস ব্যবধানের জয়ে পরিণত হয়।

ম্যাচ শেষে গিল বলেন, ‘তিন দিনে এই জয়টা আমাদের দলের পরিপূর্ণ পারফরম্যান্সের প্রতিফলন। প্রথম দিনে পেস, দ্বিতীয় দিনে ব্যাটিং, আর তৃতীয় দিনে স্পিন আমরা সব বিভাগে এগিয়ে ছিলাম। ’

এমএইচএম

Comments

0 total

Be the first to comment.

More from this User

View all posts by admin