সংবাদভিত্তিক টেলিভিশন ক্যাটাগরিতে সুপারব্র্যান্ডস অ্যাওয়ার্ড পেলো যমুনা টেলিভিশন। আজ শনিবার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলে জাকজমকপূর্ণ আয়োজনে যমুনা টেলিভিশনের নাম ঘোষণা দেয়া হয়।
যমুনার নীতি নির্ধারকরা বলছেন, এই প্রাপ্তি আরও কাজ করার প্রেরণা যোগাবে। সাদাকে সাদা আর কালোকে কালো বলার সাহস থেকেই এই অর্জন।
এ বছর নানা ক্যাটাগরিতে পরবর্তী দুই বছরের জন্য ৪৯টি ব্র্যান্ডকে স্বীকৃতি দিলো সুপারব্র্যান্ড। সেরা ব্র্যান্ডগুলোকে স্বীকৃতি দেয়া এবং তাদের পণ্যের মান ও গ্রাহক সেবার প্রতি দায়বদ্ধতা তুলে ধরাই এই পুরস্কারের মূল লক্ষ্য।
উল্লেখ্য, সুপারব্র্যান্ডস অ্যাওয়ার্ড হল একটি আন্তর্জাতিক স্বীকৃতি। এটি লন্ডনভিত্তিক বহুজাতিক সংস্থা ‘সুপারব্র্যান্ডস’ দ্বারা বিভিন্ন ক্যাটাগরিতে সেরা ব্র্যান্ডগুলোকে দেয়া হয়। সুপারব্র্যান্ডস বিশ্বের সর্বত্র প্রযোজ্য ব্র্যান্ডের বিচারক সংস্থা।
/এএইচএম