সনাতন সমাজকল্যাণ সংঘের শারদীয় দুর্গোৎসব

সনাতন সমাজকল্যাণ সংঘের শারদীয় দুর্গোৎসব

রাজধানীর খামারবাড়িতে সনাতন সমাজকল্যাণ সংঘের উদ্যোগে উদযাপিত হচ্ছে শারদীয় দুর্গোৎসব। মহানবমীর তিথিতে দেবী দুর্গা পূজিত হয়েছেন দেবী সিদ্ধিদাত্রী রূপে।

বুধবার (০১ অক্টোবর) মহানবমীতে আনন্দঘন পরিবেশের মাঝেও ভক্তদের মনে নেমে আসে মৃদু বিষাদের ছায়া। কারণ আর মাত্র একদিন পরেই দেবী দুর্গা ফিরে যাবেন কৈলাসে। পূজামণ্ডপে ভক্তদের ভিড় লক্ষ্য করা গেছে সকাল থেকেই। কেউ প্রতিমার সামনে দাঁড়িয়ে প্রার্থনা করছেন, কেউবা আশীর্বাদ নিচ্ছেন দেবীর চরণে। তরুণীরা রং-বেরঙের পোশাকে সেজে প্রতিমার সঙ্গে সেলফি তুলছেন। দুপুরের পর থেকে হাজার হাজার সনাতন ধর্মাবলম্বী মণ্ডপে ভিড় জমাতে শুরু করেন।

নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ ও র্যাবের পাশাপাশি মণ্ডপের বাইরে সেনাবাহিনীর টহল দেখা গেছে। এদিকে পূজামণ্ডপ প্রাঙ্গণের ভেতরে থাকা খাবারের দোকানগুলোতেও ছিল ভিড়। মণ্ডপে এক আবেগঘন দৃশ্যের অবতারণা হয়েছেছিল—এক মা ও ঠাকুমার কোলে মাত্র এক মাস দুই দিন বয়সী দুই জমজ শিশুর প্রথমবার পূজা দেখতে আসায়।

সন্ধ্যায় মহানবমীর বিশেষ পূজা শেষে ভক্তরা দেবী দুর্গার চরণে পুষ্পাঞ্জলি অর্পণ করেন।

এমজেএফ

Comments

0 total

Be the first to comment.

More from this User

View all posts by admin