সিনেমা ছেড়ে সত্যিই কি আমেরিকায় স্থায়ী হচ্ছেন নায়ক বাপ্পি

সিনেমা ছেড়ে সত্যিই কি আমেরিকায় স্থায়ী হচ্ছেন নায়ক বাপ্পি

সাম্প্রতিক সময়ে ঢালিউডের নায়ক বাপ্পি চৌধুরীকে নিয়ে আলোচনা-সমালোচনার শেষ নেই। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া কিছু ছবিকে ঘিরে গুঞ্জন ওঠেছে দেশ ছেড়ে যুক্তরাষ্ট্রে স্থায়ী হতে যাচ্ছেন তিনি। এ নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখে গেছে তার ভক্ত-অনুরাগীদের মধ্যে।

এবার সেই গুঞ্জন নিয়ে মুখ খুললেন বাপ্পি। তিনি সাফ জানালেন, স্থায়ী হওয়ার খবর একেবারেই ভিত্তিহীন।

নায়ক বলেন, ‘যুক্তরাষ্ট্রে আসার পর থেকে অনেকেই বলেছেন যে আমি স্থায়ী হতে এসেছি। এটা সত্য নয়। পারিবারিক-ব্যবসায়িক কাজে এখানে এসেছি। আগামী মাসেই আবার দেশে ফিরব।’

বিদেশে স্থায়ী হওয়ার গুঞ্জন প্রসঙ্গে আরও বলেন, ‘অনেক সংবাদ দেখেছি যে আমি নাকি আর দেশে ফিরব না। এ কথার কোনো ভিত্তি নেই। দেশে ফিরলেই সব মিটে যাবে।’

চলচ্চিত্র প্রসঙ্গেও ক্ষোভ ঝাড়েন তিনি। বাপ্পির ভাষায়, ‘অনেক দিন নতুন সিনেমায় আমাকে দেখা যায়নি, এটা সত্য। বাংলাদেশের চলচ্চিত্র আমাকে ঠিকমতো ব্যবহার করতে পারেনি। অথচ আমার অনেক কিছু দেওয়ার আছে সিনেমাকে।’

এদিকে, দুর্গাপূজা মিস করার আক্ষেপও জানালেন অভিনেতা। বলেন, ‘এই প্রথম পূজার উৎসবে দেশের বাইরে আছি। পরিবারকে খুব মিস করছি। দেশে থাকলে মণ্ডপে মণ্ডপে ঘুরে পূজা দেখতাম। যুক্তরাষ্ট্রের টাইম স্কয়ারে পূজা উপলক্ষে একটা আমন্ত্রণ রয়েছে, সেখানে থাকব।’

সব মিলিয়ে বোঝা যাচ্ছে, সিনেমা ছাড়ছেন না বাপ্পি চৌধুরী। আর আমেরিকায় তার স্থায়ী হওয়ার খবরটিও গুঞ্জন মাত্র।

এলআইএ/জিকেএস

Comments

0 total

Be the first to comment.

More from this User

View all posts by admin