শেষ কার্যদিবসে পুঁজিবাজারে সূচক ও লেনদেন বেড়েছে

শেষ কার্যদিবসে পুঁজিবাজারে সূচক ও লেনদেন বেড়েছে

ঢাকা: সপ্তাহের শেষ কার্যদিবস মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) পুঁজিবাজারে সূচকের উত্থানের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। এদিন দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ও অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন বেড়েছে।

ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

বাজার বিশ্লেষণে দেখা যায়, মঙ্গলবার ডিএসই প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ২৬ পয়েন্ট কমে ৫ হাজার ৪১৫ পয়েন্টে অবস্থান করছে। অন্য দুই সূচকের মধ্যে শরিয়াহ সূচক ৮ পয়েন্ট বেড়ে এবং ডিএসই-৩০ সূচক ২ পয়েন্ট কমে যথাক্রমে ১১৭১ ও ২০৮১ পয়েন্টে অবস্থান করছে।

এ দিন ডিএসইতে ৬৫৯ কোটি ৮০ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। যা আগের কার্যদিবসের চেয়ে ৬০ কোটি টাকার লেনদেন বেড়েছে। আগের দিন ডিএসইতে ৫৯৯ কোটি ৩৩ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়েছিল।

মঙ্গলবার ডিএসইতে ৩৯৭টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিটের লেনদেন হয়েছে। এগুলোর মধ্যে দাম বেড়েছে ২০৭টি কোম্পানির, কমেছে ১৩০টি এবং অপরিবর্তিত রয়েছে ৬০টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিটের দর।

এদিন লেনদেনের শীর্ষে থাকা ১০ প্রতিষ্ঠান হলো-সোনালী পেপার, সামিট অ্যালায়েন্স পোর্ট, রূপালী লাইফ, ওরিয়ন ইনফিউশন, সিভিও পেট্রোকেমিক্যাল, প্রগতি লাইফ, খান ব্রাদার্স, ডোমিনেজ ও কে অ্যান্ড কিউ।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই এদিন ৪৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৫ হাজার ৭৯ পয়েন্টে। এদিন সিএসইতে হাতবদল হওয়া ২৩০টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ১১৭টির, কমেছে ৮৫টি এবং অপরিবর্তিত রয়েছে ২৮টি কোম্পানির শেয়ার দর।

মঙ্গলবার সিএসইতে ১৬ কোটি ১ লাখ টাকার শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে। যা আগের দিনের চেয়ে ৩ কোটি টাকার লেনদেন বেড়েছে। আগের দিন সিএসইতে লেনদেন হয়েছিল ১২ কোটি ৭৩ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়েছিল।

এসএমএকে/এসআইএস

Comments

0 total

Be the first to comment.

More from this User

View all posts by admin