শেখ হাসিনাসহ ৩০ জনের গ্রেফতারি পরোয়ানা পাঠানো হলো ১২ দফতরে

শেখ হাসিনাসহ ৩০ জনের গ্রেফতারি পরোয়ানা পাঠানো হলো ১২ দফতরে

গুমের দুই মামলায় শেখ হাসিনা ও ডিজিএফআইয়ের সাবেক পাঁচ প্রধানসহ ৩০ জনের গ্রেফতারি পরোয়ানা  আইজিপি ও সংশ্লিষ্ট ১২ দফতরে পাঠিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

বৃহস্পতিবার (৯ অক্টোবর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রেজিস্ট্রার দফতর এই তথ্য নিশ্চিত করেছেন।

চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলাম জানান, বুধবারই এই পরোয়ানা সংশ্লিষ্ট দফতরগুলোতে পাঠানো হয়।

এর আগে, বুধবার টিএফআই সেল ও জেআইসি সেলের দুই গুমের মামলার আনুষ্ঠানিক অভিযোগ আমলে নিয়ে শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল, ডিজিএফআইয়ের সাবেক ৫ প্রধানসহ ৩০ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন ট্রাইব্যুনাল-১।

গুমের দুই মামলায় তাদের বিরুদ্ধে ৫ টি করে অভিযোগ আনা হয়। এরমধ্যে, টিএফআই সেলের গুম মামলায় আসামি করা হয়েছে শেখ হাসিনাসহ ১৭ জন ও জেআইসি সেলের গুমের মামলায় আসামি করা হয় ১৩ জনকে।

আসামিদের মধ্যে অনেকেই বিভিন্ন বাহিনীতে কর্মরত রয়েছেন। যদিও চিফ প্রসিকিউটর বলেছেন, আনুষ্ঠানিক অভিযোগ দাখিলের পর আইন অনুযায়ী তারা এখন আর কর্মরত বলে গণ্য হবেন না।

/এমএইচ

Comments

0 total

Be the first to comment.

চানখারপুলে ৬ হত্যা: হাবিবুরসহ ৮ জনের বিরুদ্ধে সপ্তম দিনের সাক্ষ্যগ্রহণ আজ JamunaTV | আইন ও বিচার

চানখারপুলে ৬ হত্যা: হাবিবুরসহ ৮ জনের বিরুদ্ধে সপ্তম দিনের সাক্ষ্যগ্রহণ আজ

জুলাই-আগস্ট আন্দোলনে রাজধানীর চানখারপুলে ছয়জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় ডিএমপির...

Sep 14, 2025

More from this User

View all posts by admin