শীতের শুরুতেই ‘সারা’র বৈচিত্র্যময় কালেকশন

শীতের শুরুতেই ‘সারা’র বৈচিত্র্যময় কালেকশন

শীতের শুরুতেই ‘সারা’ নিয়ে এসেছে তাদের সিজনাল কালেকশনের নতুন সম্ভার। ক্রেতাদের ভিন্ন ভিন্ন প্রয়োজন মেটাতে এই কালেকশনে রয়েছে লাইট-ওয়েট শীতকালীন পোশাক থেকে শুরু করে তীব্র শীত মোকাবিলার উপযোগী ভারী জ্যাকেট। পোশাক তৈরিতে ব্যবহার করা হয়েছে টেনসিল, সুতি, ডেনিম, ব্লেন্ডেড এবং সিনথেটিকসহ বিভিন্ন উন্নত মানের ফেব্রিক। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, পোশাকগুলোর দাম রাখা হয়েছে ক্রেতাদের ক্রয়ক্ষমতার মধ্যে। মাত্র ৫০০ থেকে ৪ হাজার টাকার মধ্যে পাওয়া যাচ্ছে শীতকালীন পোশাক।

কালেকশনের প্রধান আকর্ষণ

পুরুষদের জন্য: স্টাইলিশ জ্যাকেট, শ্যাকেট, হুডি জ্যাকেট, টেনসিল শার্ট, ফুল স্লিভ টি-শার্ট, ডেনিম শার্ট ও জ্যাকেট, ক্যাজুয়াল শার্ট, ফর্মাল স্যুট, ডেনিম প্যান্ট, জগার্স এবং বিভিন্ন ডিজাইনের শাল।

নারীদের জন্য: আধুনিক ডিজাইনের কুর্তি, ফিউশন জ্যাকেট, হুডি জ্যাকেট, ডেনিম কুর্তি, ডেনিম জ্যাকেট, আরামদায়ক পঞ্চো, ডেনিম টপস, ফুল স্লিভ টি-শার্ট, হুডি এবং নানা নকশার শাল।

শিশুদের জন্য: ছেলেদের সংগ্রহে রয়েছে জ্যাকেট, ডেনিম শার্ট, সুইটসেট, ডেনিম জ্যাকেট ও জগার্স। আর মেয়েদের জন্য আছে জ্যাকেট, ডেনিম টপস ও কুর্তি।

কেনাকাটা ও আউটলেট পরিচিতি

২০১৮ সালের মে মাসে ঢাকার মিরপুর-৬-এ প্রথম আউটলেট চালুর পর, সারা লাইফস্টাইল দ্রুত নিজেদের আউটলেট নেটওয়ার্ক সম্প্রসারিত করেছে। বর্তমানে ঢাকা এবং ঢাকার বাইরে তাদের একাধিক আউটলেট রয়েছে।

ঢাকার আউটলেটগুলো হলো– বসুন্ধরা সিটি, মোহাম্মদপুর, উত্তরা, বারিধারা (জে ব্লক), বনশ্রী, ওয়ারী এবং বাসাবো।

ঢাকার বাইরের আউটলেট– রংপুর (জাহাজ কোম্পানি মোড়), রাজশাহী (রানি বাজার), বগুড়া (জলেশ্বরীতলা), সিলেট (কুমারপাড়া), ফেনী (শহীদ শহীদুল্লাহ কায়সার সড়ক), বরিশাল (বিবির পুকুর পাড়) এবং নারায়ণগঞ্জ (টিএসএন প্লাজা)।

শিগগিরই খুলনা শহরের শিববাড়ী মোড়ে সারার আরও একটি নতুন আউটলেট চালু হতে যাচ্ছে। আউটলেটে সরাসরি ভিজিট করা ছাড়াও ক্রেতারা ঘরে বসেই অনলাইনে কেনাকাটার সুবিধা উপভোগ করতে পারেন।

Comments

0 total

Be the first to comment.

‘ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন : তরুণ আলেমদের ভাবনা’ শীর্ষক বৈঠক BanglaTribune | প্রেস রিলিজ

‘ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন : তরুণ আলেমদের ভাবনা’ শীর্ষক বৈঠক

রাজধানীতে ‘জুলাই জোট’ আয়োজিত ‘ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: তরুণ আলেমদের ভাবনা’ শীর্ষক গোলটেবিল বৈঠক...

Oct 27, 2025
বাংলাদেশের বাজারে এলো সনি ব্রাভিয়ার নতুন মডেলের টিভিসহ ৩টি পণ্য BanglaTribune | প্রেস রিলিজ

বাংলাদেশের বাজারে এলো সনি ব্রাভিয়ার নতুন মডেলের টিভিসহ ৩টি পণ্য

বাংলাদেশের বাজারে নিয়ে এলো জাপানের বিশ্বখ্যাত ব্র্যান্ড সনি’র সর্বশেষ মডেলের ব্রাভিয়া টিভি, সাউন্ড ব...

Sep 25, 2025

More from this User

View all posts by admin