সবার জন্য পজিটিভ মানি পারসোনালিটি প্রয়োজন কেন!

সবার জন্য পজিটিভ মানি পারসোনালিটি প্রয়োজন কেন!

অনেকেই মনে করেন, জীবনে সুখী হওয়ার জন্য শুধু টাকা থাকলেই হয়। কিন্তু বাস্তবতা হলো, আপনি কী পরিমাণ টাকা উপার্জন করছেন, তার চেয়েও গুরুত্বপূর্ণ বিষয় হলো—আপনি টাকাকে কীভাবে দেখছেন, ব্যবহার করছেন এবং পরিচালনা করছেন। এই মনোভাব বা ব্যবহারিক দৃষ্টিভঙ্গিই গড়ে তোলে আপনার মানি পারসোনালিটি।

একজন মানুষের মানি পারসোনালিটি বোঝায় তার টাকার প্রতি মনোভাব, খরচের অভ্যাস, সঞ্চয়ের অভ্যাস এবং ভবিষ্যতের লক্ষ্যপূরণে তার পরিকল্পনার ধরণ। একজন পজিটিভ মানি পারসোনালিটি সম্পন্ন ব্যক্তি টাকার পেছনে দৌড়ায় না, বরং নিজের লক্ষ্য, প্রয়োজন এবং মূল্যবোধ অনুযায়ী অর্থ ব্যবহার করে।

যুক্তরাজ্যে করা একটি গবেষণায় দেখা গেছে, যেসব মানুষের সঞ্চয়ের লক্ষ্য তাদের নিজস্ব ব্যক্তিত্বের সাথে মেলে, তারা বেশি সফলভাবে টাকা জমাতে পারেন। গবেষণাটিতে অংশ নিয়েছিল প্রায় ২,৪৫০ জন। গবেষণার ফলাফল বলছে, সঠিকভাবে উপস্থাপন করা সেভিংস মেসেজ বা বার্তা যদি কারও ব্যক্তিত্বের সাথে মিলে যায়, তাহলে সেই ব্যক্তি আরও বেশি টাকা সঞ্চয় করেন।

এমনকি কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের আরেকটি গবেষণায় প্রমাণ হয়েছে, যদি কেউ তার ব্যক্তিত্বের ধরন অনুযায়ী খরচ করেন, তাহলে তার মধ্যে আনন্দ ও আত্মতৃপ্তি অনেক বেশি দেখা যায়। গবেষকরা প্রায় ৭৭,০০০টি ব্যাংক লেনদেন বিশ্লেষণ করে দেখেছেন, একই পরিমাণ আয় বা খরচ করলেও — যে ব্যক্তি তার পছন্দ, আগ্রহ এবং জীবনদর্শনের সঙ্গে সামঞ্জস্য রেখে খরচ করেন, তিনি অনেক বেশি সুখী থাকেন।

উদাহরণস্বরূপ, একজন স্বাস্থ্য সচেতন ও দায়িত্বশীল মানুষ যদি ফিটনেস বা হেলথ কেয়ার খাতে খরচ করেন, তাহলে সেই খরচ তাকে সুখ দেয়। অন্যদিকে, যারা সামাজিক বা মিশুক প্রকৃতির (extrovert), তারা যদি ভ্রমণ বা বন্ধুদের সঙ্গে সময় কাটাতে খরচ করেন, তাহলেই বেশি আনন্দ পান।

কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের গবেষক জো গ্ল্যাডস্টোন বলেন, "টাকা দিয়ে আনন্দ কেনা যায় — যদি সেই টাকা এমন কিছুতে খরচ করা হয় যা আপনার ব্যক্তিত্বের সঙ্গে মানানসই হয়।"

নেদারল্যান্ডসের একটি গবেষণায় দেখা গেছে, যারা আত্মনিয়ন্ত্রিত, জ্ঞানে আগ্রহী এবং নিজের জীবনের ওপর বিশ্বাস রাখেন, তারা আর্থিক বিষয়ে অনেক সচেতন। যেমন: বাজেট তৈরি, ঋণ ব্যবস্থাপনা, সঞ্চয় এবং বিনিয়োগের সিদ্ধান্তে তারা বেশি দক্ষ। এর মানে, শুধু আয় করাই যথেষ্ট নয় — টাকা সংরক্ষণ এবং পরিচালনার জন্য মানসিক শক্তি এবং বুদ্ধিমত্তাও দরকার।

মানি পারসোনালিটি কোনো জন্মগত গুণ নয় — এটা সময়ের সাথে তৈরি করা যায়। আপনি যেভাবে টাকাকে দেখছেন, সেটাই আপনার জীবনের অন্য দিকগুলোতে প্রভাব ফেলছে। আপনি যদি টাকাকে সঠিকভাবে নিয়ন্ত্রণ করতে পারেন, তাহলে তা আপনার জীবনের স্বাধীনতা, আত্মবিশ্বাস এবং শান্তির সবচেয়ে বড় মাধ্যম হতে পারে।

আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, আশাবাদী ও স্থির মনোভাব। ইতালির একটি গবেষণায় দেখা গেছে, কর্মজীবনের সাফল্যের সঙ্গে সম্পর্ক রয়েছে ইতিবাচক দৃষ্টিভঙ্গি, মানসিক বুদ্ধিমত্তা ও দায়িত্বশীল ব্যক্তিত্বের। যারা এসব গুণে গুণান্বিত, তারা টাকার ব্যবস্থাপনাতেও বেশি সফল হন।

তবে বিপরীত চিত্রও আছে। যাদের মধ্যে উদ্বেগের মাত্রা বেশি (neuroticism), তারা অর্থনৈতিক চাপে বেশি ভেঙে পড়েন। অল্প আয় বা অর্থের অনিশ্চয়তা তাদের মানসিক স্বাস্থ্যে নেতিবাচক প্রভাব ফেলে। আর যারা উদার, চিন্তাশীল এবং দায়িত্বশীল, তারা চাপের মধ্যেও স্থির থাকতে পারেন।

অধিকাংশ গবেষণাই বলছে, একটি পজিটিভ মানি পারসোনালিটি গড়ে তোলার মাধ্যমে আপনি শুধু অর্থনৈতিকভাবে নয়, মানসিকভাবেও বেশি স্বস্তি পাবেন। এজন্য দরকার—• আত্মনিয়ন্ত্রণ: অপ্রয়োজনীয় খরচ এড়িয়ে, আয় ও ব্যয়ের সঠিক ভারসাম্য বজায় রাখা।• ব্যক্তিগত লক্ষ্য নির্ধারণ: ভবিষ্যতের জন্য একটি সঞ্চয় বা বিনিয়োগ লক্ষ্য ঠিক করা।• ব্যয়ের ধরনে সচেতনতা: কোন খাতে খরচ করলে আপনি সবচেয়ে বেশি সন্তুষ্ট হন — সেটা বোঝা ও অনুসরণ করা।• অর্থনৈতিক শিক্ষা: ঋণ, সঞ্চয়, বাজেট ও বিনিয়োগ সম্পর্কে ধারনা বাড়ানো।

আপনি যদি চান, নিজের মধ্যে এই পজিটিভ মানি পারসোনালিটি গড়ে তুলতে পারেন ধাপে ধাপে অভ্যাস বদলে। আর এটা শুধু টাকা ব্যবস্থাপনার ক্ষেত্রেই নয় — সম্পর্ক, ক্যারিয়ার এমনকি মানসিক স্বাস্থ্যের ক্ষেত্রেও ইতিবাচক প্রভাব ফেলবে।

মানি পারসোনালিটি কোনো জন্মগত গুণ নয় — এটা সময়ের সাথে তৈরি করা যায়। আপনি যেভাবে টাকাকে দেখছেন, সেটাই আপনার জীবনের অন্য দিকগুলোতে প্রভাব ফেলছে। আপনি যদি টাকাকে সঠিকভাবে নিয়ন্ত্রণ করতে পারেন, তাহলে তা আপনার জীবনের স্বাধীনতা, আত্মবিশ্বাস এবং শান্তির সবচেয়ে বড় মাধ্যম হতে পারে।

তাই নিজের মানসিকতা, ব্যক্তিত্ব এবং টাকার ব্যবহারের মধ্যে সেতুবন্ধন তৈরি করুন। নিজের আয়কে নিজের জন্য সবচেয়ে অর্থবহ করে তুলুন।

লেখক : “দ্য আর্ট অব পার্সোনাল ফাইনান্স ম্যানেজমেন্ট, আমি কি এক কাপ কফিও খাবো না, দ্য সাকসেস ব্লুপ্রিন্ট ইত্যাদি বইয়ের লেখক, করপোরেট ট্রেইনার, ইউটিউবার এবং ফাইনান্স ও বিজনেস স্ট্র্যাটেজিস্ট।hossain.shaiful@gmail.com

এইচআর/এমএস

Comments

0 total

Be the first to comment.

More from this User

View all posts by admin