সব গুজব, আমি কারো সঙ্গেই সম্পর্কে নেই: ববি

সব গুজব, আমি কারো সঙ্গেই সম্পর্কে নেই: ববি

ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা ইয়ামিন হক ববি। সম্প্রতি খবর ছড়িয়ে পড়ে- গোপনে মির্জা আবুল বাশার মামুন নামে এক ব্যবসায়ীকে বিয়ে করেছেন এই নায়িকা! এমন খবর ছড়িয়ে পড়লে ববি বলেছেন, সবই গুজব।

এমনকি ওই ব্যবসায়ী পুলিশের হাতে গ্রেপ্তার হওয়ার পর তাকে ববির ‘কথিত স্বামী’ হিসেবে উল্লেখ করা হয় কয়েকটি সংবাদে। এ প্রসঙ্গে ববি বলেন, ওসব খবর পুরোপুরি মিথ্যা। আমি যদি এসব নিয়ে কথা বলি, তাহলে তারা আরো প্রচার পাবে। ওই ব্যক্তির সঙ্গে কেবল রেস্টুরেন্ট ব্যবসা নিয়ে আলোচনা হয়েছিল, এর বাইরে কিছু না। আবার কেউ আমার নাম ব্যবহার করে অপপ্রচার করলে আইনগত ব্যবস্থা নেব।

এর আগে ‘নোলক’ সিনেমার প্রি-প্রোডাকশনের কাজ করতে গিয়ে প্রযোজক ও পরিচালক সাকিব সনেটের সঙ্গে প্রেম শুরু হয়। ২০১৯ সালে সিনেমাটি যখন প্রেক্ষাগৃহে মুক্তি পায়, তখন দুজনে চুটিয়ে প্রেম করছিলেন। এরপর প্রথম দিকে সম্পর্কের গোপনীয়তা থাকলেও পরে তা প্রকাশ্যে আসে। যা একসময় ‘ওপেন সিক্রেট’ হয়ে যায়।

একপর্যায়ে অভিনেত্রী ও সাকিব সনেট তাদের সম্পর্কের কথা স্বীকার করে নেন। ২০২৩ সালে বিয়ে করার কথা বলেছিলেন তারা। কিন্তু এরপর থেকে ধীরে ধীরে নীরব হয়ে যান দুজনেই।

সম্পর্ক ভাঙার গুঞ্জনের বিষয়ে প্রশ্ন করা হলে এড়িয়ে গিয়ে অভিনেত্রী বলেন, এটা তো অনেক আগের কথা। নোলক সিনেমার সময়কার ঘটনা। তখন আমি কিছু বলেছি কিনা, মনে নেই।  

বর্তমানে কারো সঙ্গে সম্পর্কে আছেন কিনা এমন প্রশ্নের উত্তরে ববি বলেন, না, এখন আমি কারো সঙ্গেই সম্পর্কে নেই। কাজ নিয়েই ব্যস্ত আছি। একটা সময় কিছু ছিল, কিন্তু এখন আর নেই। তবে বন্ধুত্ব এখনো আছে।

এদিকে সম্প্রতি অস্ট্রেলিয়া সফর শেষে দেশে ফিরেছেন ববি। এরপরই তিনি ব্যস্ত হয়ে পড়েছেন বদিউল আলম খোকন পরিচালিত নতুন সিনেমা ‘তছনছ’র শুটিং নিয়ে। এতে তার সহশিল্পী প্রযোজক মুন্না খান। আরও আছেন খল মিশা সওদাগর, দীপা খন্দকার ও জয়রাজ প্রমুখ।

এনএটি 

Comments

0 total

Be the first to comment.

যে কারণে ক্ষমা চাইলেন পপি Banglanews24 | বিনোদন

যে কারণে ক্ষমা চাইলেন পপি

প্রায় পাঁচ বছর আড়ালে ছিলেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত চিত্রনায়িকা সাদিকা পারভীন পপি। আর তার...

Sep 13, 2025

More from this User

View all posts by admin