সাভারে অবৈধ ইটভাটা বন্ধ ও জরিমানা

সাভারে অবৈধ ইটভাটা বন্ধ ও জরিমানা

বায়ুদূষণ নিয়ন্ত্রণ ও ঘোষিত ডিগ্রেডেড এয়ারশেড বাস্তবায়নে সাভারে বিশেষ অভিযান চালিয়েছে পরিবেশ অধিদফতর। বুধবার (১২ নভেম্বর) সাভার উপজেলাজুড়ে অভিযানে একাধিক অবৈধ ইটভাটা বন্ধ করে জরিমানা আদায় করা হয়।

এসময় সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের মুশুরীখোলা এলাকায় অবস্থিত মেসার্স এ বি এম অ্যান্ড কোং ইটভাটা চালু অবস্থায় পাওয়া গেলে ভাটার চিমনি ভেঙে দেওয়া হয়, কাঁচা ইট ধ্বংস করা হয় এবং বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে ভাটার মালিকের কাছ থেকে ৬ লাখ টাকা জরিমানা আদায় করা হয়।

এছাড়া, ভাকুর্তা ইউনিয়নের শ্যামলাসি এলাকার এ বি এন ব্রিকস এবং চাপড়া এলাকার এইচ এম বি স্টার ব্রিকস নামক দুটি ইটভাটার চিমনি ভেঙে কার্যক্রম সম্পূর্ণরূপে বন্ধ করা হয় এবং প্রতিটি ভাটাকে ৬ লাখ টাকা করে জরিমানা করা হয়। একই এলাকার মেসার্স এম এইচ এস ব্রিকস ইটভাটার চিমনিও ভেঙে দিয়ে কার্যক্রম বন্ধ করা হয়। অভিযানে সংশ্লিষ্ট সব ইটভাটার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে মিটার খুলে নেওয়া হয়।

অপরদিকে, বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ লঙ্ঘনের দায়ে আজ পঞ্চগড় জেলায় নিষিদ্ধ পলিথিন উৎপাদন, বিক্রয় ও বাজারজাতকরণের বিরুদ্ধে পরিচালিত অভিযানে ২টি মামলায় ৪ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয় এবং ২১৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়। একইসঙ্গে বাজার ও দোকান মালিকদের সতর্ক করা হয় এবং সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।

এছাড়া, যানবাহন থেকে অতিরিক্ত কালো ধোঁয়া নির্গমন রোধে ঢাকার লালবাগ এলাকায় পরিচালিত অভিযানে ৫টি মামলায় ১৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয় এবং কয়েকজন চালককে সতর্ক করা হয়।

শব্দদূষণ নিয়ন্ত্রণ বিধিমালা, ২০০৬ অনুসারে ঢাকার শ্যামলী ও পঞ্চগড় এলাকায় অভিযান চালিয়ে ৪টি মামলায় ১১ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয় এবং ৪টি হাইড্রোলিক হর্ন জব্দ করা হয়।

এছাড়া, বায়ুদূষণ নিয়ন্ত্রণ বিধিমালা, ২০২২ অনুযায়ী নির্মাণসামগ্রী দ্বারা বায়ুদূষণ রোধে আজ ঢাকা মহানগরের আফতাবনগর, বসিলা, নারায়ণগঞ্জ, পঞ্চগড়, মুন্সীগঞ্জ ও সিরাজগঞ্জ জেলায় ৬টি মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করে ১০টি মামলায় ২২ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়। অভিযানে বেশ কিছু প্রতিষ্ঠানকে সতর্ক করা হয় এবং নির্মাণসামগ্রী তাৎক্ষণিকভাবে সরিয়ে ফেলার নির্দেশ দেওয়া হয়।

পরিবেশ অধিদফতর জানায়, বায়ুদূষণ নিয়ন্ত্রণে চলমান এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে এবং ডিগ্রেডেড এয়ারশেড এলাকায় পরিবেশ আইন বাস্তবায়নে কোনও ধরনের শিথিলতা দেখানো হবে না।

 

Comments

0 total

Be the first to comment.

ঢাকার প্রথম সরকারি ‘গ্রিন বিল্ডিং’ হবে পরিবেশ অধিদফতরের নতুন অফিস BanglaTribune | পরিবেশ

ঢাকার প্রথম সরকারি ‘গ্রিন বিল্ডিং’ হবে পরিবেশ অধিদফতরের নতুন অফিস

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় ও পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলে...

Sep 28, 2025
কক্সবাজার সমুদ্রসৈকতের বালিয়াড়ি দখলমুক্ত করতে দোকান উচ্ছেদের নির্দেশ BanglaTribune | পরিবেশ

কক্সবাজার সমুদ্রসৈকতের বালিয়াড়ি দখলমুক্ত করতে দোকান উচ্ছেদের নির্দেশ

কক্সবাজার সমুদ্রসৈকতের বালিয়াড়ি এলাকায় গড়ে ওঠা দোকান ও বাণিজ্যিক স্থাপনা উচ্ছেদের নির্দেশ দেওয়া হয়েছ...

Sep 23, 2025

More from this User

View all posts by admin