সাতক্ষীরায় হাসপাতালে দুদকের অভিযান, ৭ দালাল আটক

সাতক্ষীরায় হাসপাতালে দুদকের অভিযান, ৭ দালাল আটক

সাতক্ষীরা করেসপনডেন্ট:

সাতক্ষীরার শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অভিযান চালিয়ে সাতজন দালালকে আটক করেছে দুদক। আজ মঙ্গলবার (১৪ অক্টোবর) সকাল থেকে দুপুর পর্যন্ত অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

খুলনা সমন্বিত জেলা দুদক কার্যালয়ের সহকারী পরিচালক জাহিদ ফজল বলেন, ডাক্তাররা রোগী রেফার করে প্যাথলজি ও ক্লিনিকে পাঠান এবং দালালদের মাধ্যমে হসপাতাল থেকে রোগীদের নিয়ে পাশের বিভিন্ন প্যাথলজি, ডায়াগনস্টিক সেন্টার ও ক্লিনিকে নিয়ে যাওয়া হয়। এসব বিষয় খতিয়ে দেখতে অভিযান পরিচালনা করা হয়। প্রাথমিকভাবে ডাক্তারদের অন্যত্র রোগীদের রেফার করার সত্যতা পাওয়া যায়। এ সময়, হাসপাতাল থেকে সাতজন দালালকে হাতেনাতে আটক করা হয়।

তিনিআরও বলেন, কয়েকটি প্যাথলজি, ডায়াগনস্টিক সেন্টার ও ক্লিনিক থেকে কাগজপত্র সংগ্রহ করা হয়েছে। সার্বিক ঘটনা উল্লেখ করে কমিশনকে বিষয়টি জানানো হবে। কমিশন যে সিদ্ধান্ত দেবে, সে অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

অপরদিকে, আটক দালালদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে চারজনকে দুইশত টাকা জরিমানাসহ তিন দিনের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়। সেইসাথে, অপর তিনজনকে দুইশত টাকা জরিমানা করে মুচলেকায় মুক্তি দেয়া হয়।

/এএইচএম

Comments

0 total

Be the first to comment.

চুয়াডাঙ্গার দুইটি সংসদীয় আসনের ভোটকেন্দ্রের খসড়া তালিকা প্রকাশ  JamunaTV | সারাদেশ

চুয়াডাঙ্গার দুইটি সংসদীয় আসনের ভোটকেন্দ্রের খসড়া তালিকা প্রকাশ 

চুয়াডাঙ্গা জেলার দুইটি সংসদীয় আসনের খসড়া ভোটকেন্দ্রের তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। খসড়া তা...

Sep 13, 2025

More from this User

View all posts by admin