শারজায় বাংলাদেশ-আফগানিস্তান হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস

শারজায় বাংলাদেশ-আফগানিস্তান হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস

আজ থেকে শারজায় শুরু হচ্ছে বাংলাদেশ-আফগানিস্তান তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। এশিয়া কাপে আফগানদের হারিয়ে সুপার ফোর নিশ্চিত করেছিল বাংলাদেশ।

টি-টোয়েন্টি ইতিহাসে এখন পর্যন্ত ১৩ বার মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও আফগানিস্তান। আফগানরা জিতেছে ৭ ম্যাচে, বাংলাদেশ জিতেছে ৬টিতে। তবে সাম্প্রতিক সময়ে পাল্লা ভারি টাইগারদের। শেষ চার ম্যাচে কেবল একবার হেরেছে তারা। সিলেটে সর্বশেষ দ্বিপাক্ষিক সিরিজে আফগানদের হোয়াইটওয়াশ করেছিল বাংলাদেশ। এবার লক্ষ্য সেই ধারাবাহিকতা ধরে রাখা এবং হেড-টু-হেড রেকর্ডে সমতা ফেরানো।

এশিয়া কাপে ব্যাটিং ব্যর্থতা কাটিয়ে ওঠার লক্ষ্য নিয়েই মাঠে নামছে বাংলাদেশ। ভারপ্রাপ্ত অধিনায়ক জাকের আলী স্পষ্ট জানিয়েছেন, দলের মূল ফোকাস ব্যাটিং ইউনিটের পারফরম্যান্সে।

সিরিজের অধিনায়ক বলেন, ‘ব্যাটিং ব্যর্থতার কারণেই আমরা টুর্নামেন্টে (এশিয়া কাপ) ভুগেছি। তাই এই সিরিজে সে দিকটা ঠিক করার দিকেই নজর থাকবে। ’

লিটন দাসের অনুপস্থিতি এশিয়া কাপে দলের জন্য বড় ধাক্কা ছিল বলে স্বীকার করেছেন জাকের। তবে তিনি আত্মবিশ্বাসী, নতুনরা সুযোগ কাজে লাগাতে পারবে।

সাকিব আল হাসান, তামিম ইকবাল, মুশফিকুর রহিম এবং মাহমুদউল্লাহ রিয়াদের মতো তারকা ছাড়া বাংলাদেশ এখন পুরোপুরি তরুণ নির্ভর দল। বিপরীতে আফগানিস্তানের স্কোয়াডে রয়েছে অভিজ্ঞতা ও তারুণ্যের ভারসাম্য। রশিদ খান, মোহাম্মদ নবি, মুজিব উর রহমানদের সঙ্গে রয়েছেন ইব্রাহিম জাদরান ও রহমানউল্লাহ গুরবাজের মতো শক্তিশালী ব্যাটার। তাই মাঠের লড়াই হতে যাচ্ছে সমানতালে।

আগামী বছর টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে এই সিরিজ দুই দলের জন্যই বড় প্রস্তুতি। সঠিক ক্যালকুলেশন করে ক্রিকেট খেলতে পারলে জয় পাওয়া সম্ভব- এমনটাই আশাবাদ টাইগার শিবিরে।

বাংলাদেশের সম্ভাব্য একাদশ: জাকের আলী অনিক (অধিনায়ক), নুরুল হাসান, তানজিদ হাসান তামিম, তাওহীদ হৃদয়, সাইফ হাসান, পারভেজ হোসেন ইমন, মেহেদী হাসান, রিশাদ হোসেন, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ ও তানজিম হাসান সাকিব।

আফগানিস্তানের সম্ভাব্য একাদশ: রহমানউল্লাহ গুরবাজ, মোহাম্মদ ইসহাক, সাদিকুল্লাহ অটল, ইব্রাহিম জাদরান, রশিদ খান (অধিনায়ক), শরফুদ্দিন আশরাফ, মুজিব উর রহমান, মোহাম্মদ নবি, আজমতুল্লাহ ওমরজাই, ফরিদ মালিক ও নুর আহমদ।

এফবি/আরইউ

Comments

0 total

Be the first to comment.

More from this User

View all posts by admin