শাকিব খানের লুক চমক!

শাকিব খানের লুক চমক!

ব্যক্তিগত কিংবা শুটিং ইউনিট, অন্তর্জালে শাকিব খানের নতুন স্থিরচিত্র প্রকাশ মানেই যেন আলোচনার খোরাক। সঙ্গে ভক্তদের মুগ্ধতার জোয়ার। সেই বাজারে হঠাৎ এই তারকাকে দেখা গেল একসঙ্গে ৬টি ভিন্ন লুকে, যা দেখে রীতিমতো চমকে উঠেছেন ভক্ত-অনুরাগীরা।

ফেসবুকে ভাইরাল হওয়া শাকিবের এসব ছবিতে দেখা গেছে প্রফেসর, শুটার থেকে বৃদ্ধের মতো নানা লুকে। প্রশ্ন, হঠাৎ একসঙ্গে এত লুকের রহস্য কী?

শাকিব খানের আসন্ন সিনেমা ‘সোলজার’। নেটাগরিকদের অনেকে ধরে নিয়েছেন, ৬টি লুক হয়তো সেই সিনেমারই। তবে আদতে এমন সন্দেহের কোনও তল মেলেনি।

বরং জানা গেছে, সদ্যই জনপ্রিয় একটি প্রসাধনী ব্র্যান্ডের বিজ্ঞাপনে যুক্ত হয়েছেন শাকিব খান। যা নির্মাণ করেছেন আদনান আল রাজীব। সেই বিজ্ঞাপনেই মূলত ৬টি বৈচিত্র্যময় লুকে নিজেকে উপস্থাপন করেছেন তিনি। jwARI.fetch( $( "#ari-image-jw692addb58d070" ) ); প্রকাশিত ভিডিওতে দেখা যায়, বিভিন্ন প্রেক্ষাপট ও চরিত্রে হাজির হয়েছেন শাকিব খান। প্রতিটি লুকেই তিনি প্রশ্নের মুখে পড়েন, ‘নাম্বার ওয়ান কী?’ এবং প্রতিবারই তার জবাব ছিল, ‘ভিটামিন সি!’

এদিকে, বিজ্ঞাপনটির নানান লুকের জন্য নেটিজেনরা যেমন শাকিবকে প্রশংসায় ভাসাচ্ছেন, তেমনি পরিচালক আদনান আল রাজীবের নির্মাণশৈলীরও প্রশংসা করছেন।

Comments

0 total

Be the first to comment.

এক টিকিটে তিন নাটক! BanglaTribune | বিনোদন

এক টিকিটে তিন নাটক!

নাট্যপ্রেমীদের জন্য এক অনন্য সন্ধ্যা অপেক্ষা করছে! চারুনীড়ম থিয়েটার উদযাপন করতে যাচ্ছে তাদের ১০০তম ম...

Sep 13, 2025

More from this User

View all posts by admin