সাইফ-সৌম্যর ঝোড়ো ফিফটিতে উড়ন্ত সূচনা বাংলাদেশের

সাইফ-সৌম্যর ঝোড়ো ফিফটিতে উড়ন্ত সূচনা বাংলাদেশের

মিরপুরে সিরিজ নির্ধারণী তৃতীয় ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুর্দান্ত সূচনা করেছে বাংলাদেশ। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টস জিতে ব্যাট করতে নেমে ১৭ ওভার শেষে কোনো উইকেট না হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ১১৮ রান।

ইনিংসের শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিংয়ে দলকে এগিয়ে নিচ্ছেন দুই ওপেনার সাইফ হাসান ও সৌম্য সরকার।

সাইফ ৪৭ বলে ৪ চার ও ৪ ছক্কায় করেছেন ৫৩ রান, অপরদিকে সৌম্য ৫৬ বলে ৫ চার ও ২ ছক্কায় অপরাজিত ৬৩ রানে ব্যাট করছেন।

এদিন ক্যারিবীয় বোলারদের ওপর শুরু থেকেই চড়াও হন এই জুটি। পাওয়ারপ্লেতে ৬ ওভারেই আসে ৪৫ রান, এরপরও একই ছন্দে খেলছেন তারা।

ওয়েস্ট ইন্ডিজের বোলারদের মধ্যে এখন পর্যন্ত সবচেয়ে কিপটে বোলিং করেছেন পিয়েরে। তিনি ৫ ওভার বল করে মাত্র ২১ রান দিয়েছেন। বাকিরা সৌম্য-সাইফ জুটির ঝড়ের কাছে করছেন অসহায় আত্মসমর্পণ।

এফবি/আরইউ

Comments

0 total

Be the first to comment.

More from this User

View all posts by admin