সাফল্যের সুযোগ মিথুনের, বাকিদের কেমন যাবে দিন?

সাফল্যের সুযোগ মিথুনের, বাকিদের কেমন যাবে দিন?

কর্মজীবন, অর্থভাগ্য, সম্পর্ক কিংবা স্বাস্থ্য—প্রতিটি রাশির জন্যই আজকের দিন (১৭ সেপ্টেম্বর) নিয়ে রয়েছে আলাদা বার্তা। দেখে নিন, আপনার রাশিফলে আজ কী বলা হয়েছে।

মেষ

শরীর সতেজ রাখতে ব্যায়াম করুন। খরচে সংযম না আনলে অর্থনৈতিক অবস্থা টালমাটাল হতে পারে। কর্মজীবনে উন্নতির দিকে নজর দিন। পরিবারকে সময় দিন, একসঙ্গে বাইরে ঘোরা সম্পর্ককে আরও মজবুত করবে। বাড়ি সংস্কারের কাজ শুরু করতে পারেন।

বৃষ

বিনিয়োগে তাড়াহুড়ো না করে ভেবে সিদ্ধান্ত নিন। শরীরের পানির ভারসাম্য বজায় রাখতে বেশি করে ফল খান। কাজ শেষে পরিবারকে সময় দিলে মানসিক প্রশান্তি আসবে। মানসিক স্বাস্থ্যের যত্ন নিন।

মিথুন

দিনের একঘেয়েমি কাটাতে নিজের জন্য সময় রাখুন। অযথা খরচ সমস্যা ডেকে আনতে পারে। কর্মক্ষেত্রে দক্ষতা বাড়ানোর জন্য কোনও প্রশিক্ষণ বা সেমিনারে যোগ দিন। সাফল্যের সুযোগ মিলতে পারে।

কর্কট

স্বাস্থ্য সচেতন হোন, নিয়মিত ব্যায়াম করুন। সঞ্চিত অর্থ আজ কাজে লাগতে পারে। ভ্রমণের পরিকল্পনা আপাতত স্থগিত রাখতে হতে পারে। বাড়ি মেরামতের কাজ হাতে নিতে পারেন।

সিংহ

রিয়েল এস্টেটে সাবধানতার সঙ্গে বিনিয়োগ করলে লাভবান হবেন। প্রতিদিন ব্যায়াম করলে মানসিক চাপ কমবে। অকারণে রাগ বা উত্তেজনা থেকে দূরে থাকুন।

কন্যা

বিদেশ ভ্রমণের পরিকল্পনা বাস্তবায়িত হতে পারে। সম্পত্তি লেনদেনে সতর্ক থাকুন। পরিবারে সময় দিন, সম্পর্ক গভীর হবে।

তুলা

আর্থিক উন্নতির সুযোগ আসতে পারে। কর্মস্থলে সুনাম বাড়বে। পারিবারিক দ্বন্দ্ব মিটে যাওয়ার সম্ভাবনা আছে। সম্পত্তির জটিলতা সমাধানে আইনজীবীর পরামর্শ নিন।

বৃশ্চিক

অস্থিরতা দূর করতে ধ্যান অনুশীলন করুন। কর্মক্ষেত্রে ঊর্ধ্বতনদের সহায়তা পাবেন। তবে পারিবারিক মতবিরোধ দেখা দিতে পারে। অযথা কোনও ঝামেলায় জড়াবেন না।

ধনু

শারীরিক সুস্থতা বজায় থাকবে। দীর্ঘমেয়াদি বিনিয়োগে আর্থিক অবস্থা উন্নত হবে। পরিবারের সমর্থন পাবেন। দিনের শেষে সঙ্গীর সঙ্গে সময় কাটান।

মকর

শরীরের যত্নে বিশ্রাম নিন। আর্থিক অবস্থা স্থিতিশীল থাকবে। সম্পর্ক গড়ার দিকে মনোযোগ দিন। অপ্রয়োজনীয় ভ্রমণ এড়িয়ে চলুন। সম্পত্তি সংক্রান্ত বিষয়ে আইনজীবীর পরামর্শ নিন।

কুম্ভ

ধৈর্য হারাবেন না। কাজে অযথা তাড়াহুড়ো করবেন না। সম্পত্তির রক্ষণাবেক্ষণে নজর দিন। কৃষির সঙ্গে যুক্তরা সাফল্য পেতে পারেন।

মীন

স্বাস্থ্য নিয়ে সচেতন থাকুন। অর্থনৈতিক দিক ভালো থাকবে। পরিবারে শান্তি বজায় থাকবে, মনও প্রফুল্ল থাকবে। কর্মক্ষেত্রে ধৈর্য হারানো চলবে না। নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ করুন।

এনডি 

Comments

0 total

Be the first to comment.

More from this User

View all posts by admin