সাবেক অধ্যক্ষ হামিদা হকের মৃত্যু

সাবেক অধ্যক্ষ হামিদা হকের মৃত্যু

বরিশাল শিশু নিকেতনের (বর্তমান অশ্বিনী কুমার শিশু নিকেতন) প্রতিষ্ঠাকালীন অধ্যক্ষ হামিদা হকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার বেলা ২টা ১০ মিনিটে তার মৃত্যু হয়। এর আগে সোমবার সন্ধ্যায় বরিশাল শহরের কলেজ রোডের বাসায় অচেতন হয়ে পড়েন। দ্রুত তাকে আরিফ মেমোরিয়াল হাসপাতাল ও পরে রাহাত আনোয়ার হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। সেখানে পরীক্ষা-নিরীক্ষায় মস্তিষ্কে রক্তক্ষরণ ধরা পড়ে। এরপর ওই রাতেই উন্নত চিকিৎসার জন্য ঢাকা নেওয়ার পথে মৃত্যু হয়।

হামিদা হক ছিলেন বরিশাল ব্রজমোহন কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের বিভাগীয় প্রধান ও বরিশাল ইসলামিয়া কলেজের সাবেক অধ্যক্ষ, ভাষাসংগ্রামী এস. এম. ফজলুল হকের সহধর্মিনী। মৃত্যুকালে হামিদা হক দুই ছেলে (সাবেক অধ্যক্ষ সরকারি ব্রজমোহন কলেজ) শ ম ইমানুল হাকিম ও রাজনীতিক ডা. ফয়জুল হাকিম লালাসহ অনেক আত্মীয়-স্বজন রেখে গেছেন। তার বয়স হয়েছিল ৯০ বছর আট মাস। ছেলে ফয়জুল হাকিম এসব তথ্য জানিয়েছেন। হামিদা হকের বাবা আব্দুল হাকিম ছিলেন হক-ভাসানী-সরওয়ার্দী নেতৃত্বাধীন যুক্তফ্রন্ট সরকারের সময় পূর্ব পাকিস্তান প্রাদেশিক পরিষদের স্পিকার। ৮০-র দশকে ঐতিহ্যবাহী বরিশাল ব্রজমোহন কলেজের ক্যাম্পাসের ভেতর প্রতিষ্ঠিত বাংলা মাধ্যমে কিন্ডারগার্টেন শিশু নিকেতনের প্রতিষ্ঠাকালীন অধ্যক্ষ হিসেবে হামিদা হক দীর্ঘ ২৫ বছর দায়িত্ব পালন করেছেন। 

Comments

0 total

Be the first to comment.

বরিশালে তরুণীকে ধর্ষণের পর হত্যা ও লাশ গুমের দায়ে দুজনের মৃত্যুদণ্ড BanglaTribune | বরিশাল বিভাগ

বরিশালে তরুণীকে ধর্ষণের পর হত্যা ও লাশ গুমের দায়ে দুজনের মৃত্যুদণ্ড

এক যুগ পর বরিশালের হিজলা উপজেলায় এক তরুণীকে ধর্ষণ ও হত্যার পর লাশ গুমের ঘটনায় দায়ের করা মামলায় দুই...

Sep 15, 2025

More from this User

View all posts by admin