রুবাবাকে প্রত্যাহার করে নিলেন ইরফান!

রুবাবাকে প্রত্যাহার করে নিলেন ইরফান!

সোশ্যালে ভয়ংকর তোপের মুখে পতিত হয়েছেন সময়ের অন্যতম অভিনেতা ইরফান সাজ্জাদ। তোপ থেকে নিজেকে বাঁচাতে প্রথমে ব্যাখ্যা পরে নিজের দেয়াল থেকে বিসিবি পরিচালক রুবাবাকে প্রত্যাহার করে নিলেন। 

সম্প্রতি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অন্যতম পরিচালক হিসেবে যোগ দিয়েছেন করপোরেট ব্যক্তিত্ব রুবাবা দৌলা। সোমবার (৩ নভেম্বর) প্রথম বোর্ড সভাতেও অংশ নেন তিনি। এটি নিয়ে একটি ফেসবুক পোস্ট দেন ইরফান। রুবাবার ছবি দিয়ে লেখেন, ‘এরপরও যদি পোলাপান পারফরম্যান্স না করতে পারে, তাহলে আর আশা নাই।’

স্বাভাবিক। অভিনেতার এমন পোস্টে আগুন ধরে যায় সোশ্যাল হ্যান্ডেল হয়ে মিডিয়ায়। শুরু হয় তুমুল বিতর্ক। অনেক নেটিজেনই ইরফানের পোস্টকে কুরুচিপূর্ণ ও নারীবিদ্বেষী বলে আখ্যা দেন।  বেশিরভাগই দাবি করেন, এমন মন্তব্যের জন্য ইরফান যেন প্রকাশ্যে ক্ষমা চান এবং ভবিষ্যতে নারীদের সম্পর্কে এমন মন্তব্য থেকে বিরত থাকেন।

এই বিতর্ক ছড়িয়ে পড়লে ইরফান সাজ্জাদ সেই পোস্টের মন্তব্যের ঘরে নিজের অবস্থান পরিষ্কার করেন। তিনি লেখেন, ‘আমি সবসময়ই বাংলাদেশ ক্রিকেটের ভক্ত। আমার পোস্টটি ব্যঙ্গাত্মকভাবে লেখা হয়েছিল। রুবাবা আপু আমার ক্রাশ, তিনি খুব মেধাবী ও সুন্দর। আমি বোঝাতে চেয়েছিলাম, এত ভালো একজন মানুষ বিসিবিতে এলেন, এখনও যদি খেলোয়াড়রা পারফর্ম না করে তাহলে দোষ কার?’

তাতেও আসলে শেষ রক্ষা হচ্ছিলো না। বিতর্ক যেন দাবানল হয়ে উঠছিলো। শেষে পোস্টটি ডিলেট করেন ইরফান সাজ্জাদ। জানান, অনেকে ভুল বুঝেছেন বলেই পোস্টটি তিনি প্রত্যাহার করে নিয়েছেন।

প্রত্যাহারের পর ইরফান লেখেন, ‘পাবলিক তো উল্টপাল্টা কমেন্ট করবেই। যেহেতু ভুল বোঝাবুঝি হয়েছে, আমি পোস্ট সরিয়ে নিচ্ছি।’ সঙ্গে অনুরোধ করেন, ‘না বুঝে ঘৃণা ছড়াবেন না।’বলা দরকার, এমন বিতর্কের মাঝেই আজ (৫ নভেম্বর) থেকে সম্প্রচারে এসেছে ইরফান অভিনীত আলোচিত সিরিজ ‘এটা আমাদেরই গল্প’। মুহাম্মদ মোস্তফা কামাল রাজের চিত্রনাট্য, পরিচালনা ও প্রযোজনায় এতে আরও অভিনয় করেছেন কেয়া পায়েল, খাইরুল বাশার, সুনেরাহ বিনতে কামাল, মনিরা মিঠু, নাদের চৌধুরী, বড়দা মিঠু প্রমুখ।

Comments

0 total

Be the first to comment.

এক টিকিটে তিন নাটক! BanglaTribune | বিনোদন

এক টিকিটে তিন নাটক!

নাট্যপ্রেমীদের জন্য এক অনন্য সন্ধ্যা অপেক্ষা করছে! চারুনীড়ম থিয়েটার উদযাপন করতে যাচ্ছে তাদের ১০০তম ম...

Sep 13, 2025

More from this User

View all posts by admin