ঋতুপর্ণার বর হতে হবে, শুনেই চমকে উঠেছিলেন রাজেশ!

ঋতুপর্ণার বর হতে হবে, শুনেই চমকে উঠেছিলেন রাজেশ!

ভারতীয় অভিনেতা রাজেশ শর্মা। এক সময়ে ভারতীয় বাংলা সিনেমায় চুটিয়ে কাজ করেছেন।

এই অভিনেতা কাজের শুরুটা কি এতটাই সহজ ছিল অভিনেতার? না, আর পাঁচটা মধ্যবিত্ত পরিবারের মতোই তিনি শুরু করেছিলেন পথচলা। চেষ্টা করছিলেন চাকুরির। তবে অভিনয়ের নেশা তাকে তাড়িয়ে বেড়াচ্ছিল। একটা সময় তিনি স্থির করেছিলেন অভিনয় তাকে করতেই হবে।

এই কারণে ঘড়ি ধরে করা চাকুরিতে সমস্যা তৈরি হয় এবং তিনি তা ছেড়ে দেন। এরপর মন স্থির করেছিলেন ট্যাক্সি চালাবেন। এক্ষেত্রে শো করতে যেতে তার কোনও সমস্যা হয় না। জি বাংলার টক শো ‘অপুর সংসার’-এ এসে শাশ্বত চট্টোপাধ্যায়কে জানিয়েছেন নিজের জীবনের এই কঠিন লড়াইয়ের কথা।

যখন প্রথম তিনি শুনেছিলেন তাকে অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তের বর হতে হবে, তিনি চমকে উঠেছিলেন। কীভাবে এসেছিল এই প্রস্তাব?

রাজেশ শর্মা জানান, দিন দিন বাড়তে থাকে তার শোয়ের সংখ্যা। আর সেসব শো দেখতে আসতেন অপর্না সেন। একদিন রাজেশ শর্মাকে ডেকে অপর্ণা সেন জানান, তিনি রাজেশকে একদিন বাড়িতে ডাকতে চান। কথা মতো অপর্ণা সেনের বাড়িতে হাজির হয়েছিলেন অভিনেতা। শুরুতেই কোনও কিছুই বলা হয়নি তাকে। কেবল অপর্ণা সেন একটি চিত্রনাট্য পড়ে শোনাতে থাকেন রাজেশকে।

সিনেমার নাম- পারমিতার একদিন। সবকিছু শোনার সময় বুঝতে পারছিলেন রাজেশ, যে তিনি একটি ছোট চরিত্রে অভিনয়ের সুযোগ পেতে যাচ্ছেন। কিন্তু না, তেমনটা হয়নি। রাজেশ শর্মাকে অপর্ণা সেন বলে বসেন, ছোট নয়, ঋতুপর্ণার বরের চরিত্রে অভিনয় করতে হবে তাকে।

অপর্ণা সেনের মুখে এই কথা শুনে চমকে গিয়েছিলেন রাজেশ শর্মা। বলেছিলেন, আপনি অন্য কাউকে নিন, কোনও হিরোকে নিন, প্রসেনজিৎ বা অন্যকেউ। আমাকে কেন? দেখেছেন আমায়? যদিও অপর্ণা সেন ছিলেন নিজের সিদ্ধান্তে স্থির, আর এভাবেই সিনেমাটিতে সফর শুরু হয় রাজেশ শর্মার।

এনএটি   

Comments

0 total

Be the first to comment.

যে কারণে ক্ষমা চাইলেন পপি Banglanews24 | বিনোদন

যে কারণে ক্ষমা চাইলেন পপি

প্রায় পাঁচ বছর আড়ালে ছিলেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত চিত্রনায়িকা সাদিকা পারভীন পপি। আর তার...

Sep 13, 2025

More from this User

View all posts by admin