রোমাঞ্চকর ম্যাচ জিতে এনসিএলের ফাইনালে খুলনা

রোমাঞ্চকর ম্যাচ জিতে এনসিএলের ফাইনালে খুলনা

জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল) টি-টোয়েন্টির প্রথম কোয়ালিফায়ারে ডিএলএস পদ্ধতিতে চট্টগ্রামকে ৪ উইকেটে হারিয়ে ফাইনালে উঠেছে খুলনা বিভাগ। ফাইনালে তাদের প্রতিপক্ষ হবে দ্বিতীয় কোয়ালিফায়ারে আজ শুক্রবার (১০ অক্টোবর) বিকেলে অনুষ্ঠেয় রংপুর-চট্টগাম ম্যাচের বিজয়ী দল।

চট্টগ্রাম ও খুলনার ম্যাচে ছিল বৃষ্টি বাধা। আগে ব্যাটিং করে ৬ উইকেটে ১৪৮ রান করে চট্টগ্রাম। দলের পক্ষে সর্বোচ্চ ৪৫ রান করে অপরাজিত থাকেন ইয়াসির আলী। ৩৩ বলে ইরফান শুক্কুর করেন ৩৯।

খুলনা ব্যাটিংয়ে নামার পর বৃষ্টি নামলে লক্ষ্য নেমে আসে ৯ ওভারে ৭৮ রান। কিন্তু রানের গতি বাড়াতে গিয়ে ২৭ রান তুলতেই ৫ উইকেট হারিয়ে বসে খুলনা। ৩০ রানে নেই ৬ উইকেট। এরপর হাল ধরেন নাহিদুল-অভিষেক জুটি।

দীর্ঘদিন ইনজুরিতে থাকা অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী দলের অভিষেক দাস যখন উইকেটে আসেন, তখন দলের জয়ের জন্য ২৪ বলে দরকার ছিল ৪৮ রান। এরপর ক্রিজে পান নাহিদুল ইসলামকে। দুজন মিলে গড়েন ২০ বলে ৫১ রানের অবিচ্ছিন্ন জুটি। ফলে ৪ উইকেটের জয়ে ফাইনালে জায়গা করে নেয় খুলনা।

৩ ছক্কা আর ২ চারে ১১ বলে ২৭ রান করেন অভিষেক দাস। আর ৯ বলে ২১ রান আসে নাহিদুলের ব্যাট থেকে।

/এএম

Comments

0 total

Be the first to comment.

More from this User

View all posts by admin