রোহিতের জায়গায় ভারতের নতুন ওয়ানডে অধিনায়ক গিল

রোহিতের জায়গায় ভারতের নতুন ওয়ানডে অধিনায়ক গিল

ভারতের ওয়ানডে দলে অধিনায়কত্বে পরিবর্তন আসছে। অস্ট্রেলিয়ার বিপক্ষে আসন্ন তিন ম্যাচের ওয়ানডে সিরিজে রোহিত শর্মার পরিবর্তে দলের নেতৃত্ব দেবেন শুভমান গিল।

ইএসপিএনক্রিকইনফো জানায়, রোহিতকে এবার দলে রাখা হয়েছে কেবল ব্যাটার হিসেবে। তিনিসহ বিরাট কোহলিও দীর্ঘ বিরতির পর ভারতের জার্সিতে ফিরবেন। দুজনেরই সর্বশেষ আন্তর্জাতিক ম্যাচ ছিল ২০২৫ চ্যাম্পিয়নস ট্রফিতে।

আহমেদাবাদে শনিবার অনুষ্ঠিত নির্বাচক কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত হয়। বৈঠকটি পরিচালনা করেন প্রধান নির্বাচক অজিত আগারকর, উপস্থিত ছিলেন ভারতীয় দলের প্রধান কোচ গৌতম গম্ভীর এবং বোর্ড সচিব দেবজিত সাইকিয়া।

সূত্র মতে, নির্বাচকরা দীর্ঘমেয়াদি পরিকল্পনার অংশ হিসেবেই এই পরিবর্তন এনেছেন, যাতে গিল ২০২৭ সালের বিশ্বকাপের (যা অনুষ্ঠিত হবে দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়ায়) আগে নেতৃত্বের অভিজ্ঞতায় আরও পরিণত হতে পারেন।

২৬ বছর বয়সী গিল এখন ভারতের তিন ফরম্যাটেই আনুষ্ঠানিক নেতৃত্বের দায়িত্বে আছেন, টেস্ট ও ওয়ানডে অধিনায়ক এবং টি-টোয়েন্টি দলের সহ-অধিনায়ক হিসেবে।

৩৮ বছর বয়সী রোহিত শর্মা ২০২১ সালের ডিসেম্বর থেকে ভারতের পূর্ণকালীন ওয়ানডে অধিনায়ক ছিলেন। তার নেতৃত্বে ভারত ৫৬ ম্যাচে জয় পেয়েছে ৪২টিতে, হেরেছে ১২টিতে, এক ম্যাচ টাই এবং আরেকটি পরিত্যক্ত হয়। রোহিতের অধীনে ভারত ২০১৮ ও ২০২৩ এশিয়া কাপ জেতে, এছাড়া ২০২৩ বিশ্বকাপ ফাইনালে পৌঁছায় এবং তার অধিনায়কত্বেই চ্যাম্পিয়নস ট্রফি জয় সম্পন্ন হয়।

রোহিতের অবসরের পর গিল টেস্ট দলের নেতৃত্ব নেন এবং তার প্রথম সিরিজেই ইংল্যান্ডের মাটিতে ২-২ ড্র করে ভারত। সেই সিরিজে গিল ৭৫৪ রান করেন ৭৫.৪০ গড়ে, যা ছিল সিরিজের সর্বোচ্চ।

রোহিত ও কোহলি দুজনেই টেস্ট ও টি-টোয়েন্টি থেকে অবসর নিয়েছেন। তাই অস্ট্রেলিয়া সফরের এই ওয়ানডে সিরিজ হবে তাদের প্রায় সাত মাস পর আন্তর্জাতিক ক্রিকেটে প্রত্যাবর্তন।

ভারত অস্ট্রেলিয়ার বিপক্ষে তিনটি ওয়ানডে খেলবে ১৯, ২৩ ও ২৫ অক্টোবর। এরপর ২৯ অক্টোবর থেকে ৮ নভেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হবে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। পরে ভারত ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকা (নভেম্বর–ডিসেম্বর) ও নিউজিল্যান্ডের (জানুয়ারি) বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে।

এমএইচএম

Comments

0 total

Be the first to comment.

More from this User

View all posts by admin