‘রোহিঙ্গাদের চাকরি এবং আশ্রয় দিলে আইনগত ব্যবস্থা’

‘রোহিঙ্গাদের চাকরি এবং আশ্রয় দিলে আইনগত ব্যবস্থা’

রোহিঙ্গাদের চাকরি এবং আশ্রয় দিলে আইনগত ব্যবস্থা গ্রহণের কথা বলেছেন চট্টগ্রামের সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খোন্দকার মাহমুদুল হাসান। বৃহস্পতিবার (২০ নভেম্বর) এক গণবিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানিয়েছেন। 

গণবিজ্ঞপ্তিতে বলা হয়, 'সবার অবগতির জন্য জানানো যাচ্ছে যে, সাতকানিয়া উপজেলায় বিদ্যমান সব ইটভাটা, কলকারখানা, ব্যবসা প্রতিষ্ঠানে রোহিঙ্গাদের নিয়োগ ও বাসা ভাড়া/আশ্রয় দেওয়া আইনত দণ্ডনীয় অপরাধ। রোহিঙ্গাদের বাসা ভাড়া ও কর্মচারী হিসেবে নিয়োগ দেওয়া হলে সংশ্লিষ্ট ব্যক্তি/প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।'

এ প্রসঙ্গে সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খোন্দকার মাহমুদুল হাসান বাংলা ট্রিবিউনকে বলেন, 'বর্তমানে ইটভাটার মৌসুম চলছে। এখানে যাতে রোহিঙ্গাদের শ্রমিক হিসেবে চাকরি এবং আশ্রয় না দেয় সেজন্য সতর্ক করা হয়েছে। কেননা সামনে জাতীয় সংসদ নির্বাচন। নির্বাচনে রোহিঙ্গাদের যাতে অসৎ উদ্দেশ্যে ব্যবহার করতে না পারে, সেজন্য এই গণবিজ্ঞপ্তি জারি করা হয়েছে।'

 

Comments

0 total

Be the first to comment.

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ছাত্রীকে ধর্ষণের পর হত্যা: আদালতে আসামির স্বীকারোক্তি BanglaTribune | চট্টগ্রাম বিভাগ

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ছাত্রীকে ধর্ষণের পর হত্যা: আদালতে আসামির স্বীকারোক্তি

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ২০২১-২২ শিক্ষাবর্ষের ছাত্রীকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে বলে আদালতে...

Sep 14, 2025

More from this User

View all posts by admin