রক্তনালিসহ মানুষের কৃত্রিম ক্ষুদ্র অঙ্গ তৈরি করেছেন বিজ্ঞানীরা

রক্তনালিসহ মানুষের কৃত্রিম ক্ষুদ্র অঙ্গ তৈরি করেছেন বিজ্ঞানীরা

রক্তনালিসহ মানুষের হৃৎপিণ্ড ও যকৃতের ক্ষুদ্র অঙ্গ বা অর্গানয়েড কৃত্রিমভাবে তৈরি করেছেন যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব নর্থ টেক্সাসের বিজ্ঞানীরা। রক্তনালিসহ কৃত্রিম অঙ্গগুলোর মাধ্যমে বিভিন্ন রোগের গবেষণা ও ওষুধ পরীক্ষার ক্ষেত্রে নতুন দিগন্ত উন্মোচিত হবে বলে ধারণা করা হচ্ছে। স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের সহযোগিতায় পরিচালিত এ গবেষণা ভবিষ্যতে মানুষের শরীরের বাইরে পূর্ণাঙ্গ অঙ্গ তৈরি করার ক্ষেত্রে বিদ্যমান বাধা মোকাবিলা করতে সাহায্য করবে।

এত দিন কৃত্রিম ক্ষুদ্র অঙ্গ তৈরির ক্ষেত্রে প্রধান সীমাবদ্ধতা ছিল রক্তনালির অভাব। এই প্রতিবন্ধকতা দূর করার জন্য বিজ্ঞানী হুয়াক্সিয়াও অ্যাডাম ইয়াংয়ের নেতৃত্বে বিজ্ঞানীরা জ্যামিতিক সংকেত ব্যবহার করে পুষ্টির সুনির্দিষ্ট মিশ্রণ সরবরাহ করে স্টেম সেলকে নির্দিষ্ট আকার দিয়েছেন। এ পদ্ধতিতে তৈরি হৃৎপিণ্ডের টিস্যু রক্তনালি বিকাশে সাহায্য করেছে।

বিজ্ঞানীদের তথ্যমতে, হৃৎপিণ্ডের কৃত্রিম ক্ষুদ্র অঙ্গ ৯ থেকে ১০ দিনের মধ্যেই স্পন্দন শুরু করে। দুই সপ্তাহ পর হৃৎপিণ্ডের কৃত্রিম ক্ষুদ্র অঙ্গে শাখা-প্রশাখাযুক্ত রক্তনালি বিকশিত হয়। এর ফলে মানুষের হৃৎপিণ্ডের আদলে তিনটি স্তর তৈরি হয়। সেখানে কিছু স্নায়ু কোষও বিকশিত হয়। হৃৎপিণ্ডের কৃত্রিম ক্ষুদ্র অঙ্গ তৈরির কৌশল ব্যবহার করেই রক্তনালিযুক্ত যকৃতের ক্ষুদ্র অঙ্গ তৈরি করা হয়েছে। যদিও যকৃতের ক্ষুদ্র অঙ্গে এখনো রক্ত সঞ্চালন হয় না, তবে ভেতরে ফাঁপা রক্তনালি থাকার বিষয়টিকে বড় অগ্রগতি হিসেবে বিবেচনা করা হচ্ছে।

বিশেষজ্ঞরা জানিয়েছেন, এই আবিষ্কার প্রাথমিক মানব বিকাশ, রোগের অগ্রগতি এবং ওষুধের কার্যকারিতা পরীক্ষার জন্য সঠিক মডেল তৈরি করতে সহায়তা করবে। এর ফলে দ্রুত ওষুধ আবিষ্কারের সম্ভাবনাও উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে। যদিও মানুষের রক্তনালি ব্যবস্থার জটিলতা পুরোপুরি অনুকরণ করতে আরও গবেষণা করতে হবে বলে জানিয়েছেন বিজ্ঞানীরা।

সূত্র: এনডিটিভি

Comments

0 total

Be the first to comment.

মহাকাশে পাঠানো হলো আইসক্রিম Prothomalo | বিজ্ঞান

মহাকাশে পাঠানো হলো আইসক্রিম

স্পেসএক্সের ফ্যালকন–৯ রকেটে করে ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনের (আইএসএস) উদ্দেশে রওনা হয়েছে নর্থরপ গ্র...

Sep 15, 2025

More from this User

View all posts by admin