রিভিউ নষ্টের খেসারত, নাসির হোসেনের ক্ষোভ

রিভিউ নষ্টের খেসারত, নাসির হোসেনের ক্ষোভ

আফগানিস্তানের বিপক্ষে ম্যাচে একের পর এক রিভিউ নষ্ট করার ফলে বড় খেসারত দিতে হয়েছে বাংলাদেশকে। দলের মূল ব্যাটাররা শুরুতেই দায়িত্বহীনভাবে রিভিউ নেন, অথচ পরের দিকেই সেই রিভিউর তীব্র প্রয়োজন দেখা দেয়।

শেষদিকে তরুণ বোলার তানজিম সাকিব যখন ব্যাট হাতে নামেন, তখনই ঘটে বিতর্কিত ঘটনা। আম্পায়ার তাকে এলবিডব্লিউ আউট দেন, কিন্তু রিপ্লেতে স্পষ্ট দেখা যায় বলটি ব্যাটে লেগেছিল এবং স্টাম্প মিস করছিল। তখন হাতে কোনো রিভিউ অবশিষ্ট না থাকায় বাংলাদেশকে আম্পায়ারের ভুল সিদ্ধান্ত মেনে নিতে হয়।

এই ঘটনাকে কেন্দ্র করে জাতীয় দলের সাবেক অলরাউন্ডার নাসির হোসেন ক্ষোভ প্রকাশ করেছেন।

তিনি নিজের ফেসবুক আইডিতে লিখেছেন, ‘এতদিন ধরে ক্রিকেট খেলে, পায়ে লাগলে এরা বোঝে না কোনটা আউট আর কোনটা আউট না। যদি একটা রিভিউ বাকি থাকত, সাকিব এখনো আউট হতো না। ’

নাসিরের এই ব্যঙ্গাত্মক পোস্ট মুহূর্তেই ভাইরাল হয়। কেউ মজার ছলে হাস্যরস উপভোগ করেছেন, আবার অনেকে বলেছেন, একেই বাংলাদেশের রিভিউ ব্যবহার ব্যর্থতার বাস্তব চিত্র হিসেবে দেখানো হয়েছে।

এফবি/এমজে

Comments

0 total

Be the first to comment.

More from this User

View all posts by admin