রহস্য বাড়ালেন শুভ: প্রেম নাকি অন্য কিছু

রহস্য বাড়ালেন শুভ: প্রেম নাকি অন্য কিছু

সকাল সকাল ইন্ডাস্ট্রিতে যেন একটা চাপা উত্তেজনা ছড়িয়ে দিলেন আরিফিন শুভ। লাভ ইমোসহ একটি প্রেমময় ছবি প্রকাশ করলেন নিজের দেয়ালে। ক্যাপশন পড়ে তো আরও মাথা নষ্ট! বলে কি না ‘তোরে এত ভালোবাসি, আর বলবো কতবার’।

ছবিতে শুভকে স্পষ্ট দেখা গেলেও যার গলা ধরে নাকে নাক মিলিয়ে, মাথা ঝুঁকে চোখ বুজেছিলেন, তার বদনখানি অনেকটাই অস্পষ্ট। তাতে রহস্য পরিণত হয় চাপা উত্তেজনায়! তবে কি সত্যি সত্যি প্রেমে ডুব দিলেন শুভ! তাছাড়া একা একা আর কতো থাকা যায়?

একটু লক্ষ্য করার পর, ফেসবুকে অবস্থানরত শুভ গবেষকরা (!) অবশ্য বের করে ফেলেছেন, ছবিতে শুভ যাকে আঁকড়ে আছেন তিনি তারই সহকর্মী জান্নাতুল ফেরদৌস ঐশী। যাদের রসায়ন পর্দায় মিলেছে আগেই। তাই নয়, দু’জনকে ঘিরে মাঝে ভালোই জল্পনা উঠেছিলো, তারা নাকি চুটিয়ে প্রেম করছেন! jwARI.fetch( $( "#ari-image-jw692551705e607" ) ); সেই পুরনো গুঞ্জনে নতুন হাওয়া বয়ে গেলো মঙ্গলবার (২৫ নভেম্বর) সকালের এই ছবি ও ক্যাপশন ধরে। 

একই সময়ে আরেকটি ছবি নিজের দেয়ালে প্রকাশ করেছেন ঐশী। ছবিতে—শিউলী ফুল আঁকা স্নিগ্ধ শাড়ি ও সাজে, শুভর বুক-দেয়ালে হেলান দিয়ে আছেন ঐশী! ক্যাপশন এবার আলাদা। ঐশী যেন শুভর কথারই জবাব দিলেন, ‘যদি হারাস একটিবার, মরে যাবো শতবার’।

দুটি ছবি, দুটি বাক্য—কিন্তু সুর-ছন্দ যেন এক! আর ঠিক সেখানেই আবার উঁকি দিচ্ছে পুরনো প্রশ্ন, শুভ–ঐশীর প্রেমের গুঞ্জন কি তবে সত্যি হতে যাচ্ছে?

এর মাঝেই শোনা যাচ্ছে, দীর্ঘদিন আটকে থাকা রায়হান রাফী পরিচালিত এই জুটির আলোচিত সিনেমা ‘নূর’ বায়োস্কোপ প্লাসে দ্রুতই মুক্তি পাবে। তাই নেটিজেনদের দ্বিধা আরও বাড়ছে—এ কি সিনেমার অঘোষিত প্রচারণা, নাকি পর্দার বাইরেও কোনও অনুচ্চারিত টান?

প্রশ্ন করা হলেও সদুত্তর মেলেনি শুভ-ঐশীর পক্ষ থেকে। বরং রহস্য বাঁচিয়ে নাম প্রকাশে অনিচ্ছুক অভিমত, ‘নতুন কিছুও হতে পারে!’ jwARI.fetch( $( "#ari-image-jw692551705e637" ) );

Comments

0 total

Be the first to comment.

এক টিকিটে তিন নাটক! BanglaTribune | বিনোদন

এক টিকিটে তিন নাটক!

নাট্যপ্রেমীদের জন্য এক অনন্য সন্ধ্যা অপেক্ষা করছে! চারুনীড়ম থিয়েটার উদযাপন করতে যাচ্ছে তাদের ১০০তম ম...

Sep 13, 2025

More from this User

View all posts by admin