রান তাড়ায় বিশ্বরেকর্ড গড়ে ভারতের বিপক্ষে জয় অস্ট্রেলিয়ার

রান তাড়ায় বিশ্বরেকর্ড গড়ে ভারতের বিপক্ষে জয় অস্ট্রেলিয়ার

দিনের হাইভোল্টেজ ম্যাচে ৩৩০ রান করেও অস্ট্রেলিয়াকে হারাতে পারেনি স্বাগতিক ভারত। তাদের দেয়া লক্ষ্য ৩ উইকেট ও ৬ বল হাতে রেখেই টপকে যায় অজিরা। ১৪২ রানের ইনিংস খেলে ম্যাচসেরা হয়েছেন অ্যালিসা হিলি।

মেয়েদের ওডিআইতে ৫২ বছরের ইতিহাসে রান তাড়ায় ৩৩০ পেরিয়ে জয়ের কোনো দৃষ্টান্ত ছিল না। আজ ভারতের মাটিতে সেই উদাহরণ গড়লো অস্ট্রেলিয়া।

বিশাখাপত্নমে টস হেরে দারুণ শুরু পায় ভারত। উদ্বোধনী জুটিতে ১৫৫ রান করেন প্রাতিকা রাওয়াল ও স্মৃতি মান্ধানা। জুটি ভাঙ্গে মান্ধানা ৮০ রান করে ফিরলে। আর প্রাতিকা আউট হন ৭৫ রান করে। হারলিন দোয়েল ৩৮ রান করে মলিনেক্সের শিকারে পরিণত হন। এরপর ভারতের ইনিংসে ধ্বস নামান সাদারল্যান্ড। তবে জেমিমা ও রিচা ঘোষের ত্রিশোর্ধ দুটি ইনিংসে সবকটি উইকেট হারিয়ে ৩৩০ রানে অলআউট হয় স্বাগতিকরা। অজিদের হয়ে ৫ উইকেট নেন সাদারল্যান্ড।

জবাবে ১৪২ রানের ইনিংস খেলে অস্ট্রেলিয়ার জয়ের পথ তৈরি করেন অধিনায়ক অ্যালিসা হিলি। সাথে লিচফিল্ড, পেরি ও গার্ডনারের চল্লিশোর্ধ তিনটি ইনিংসে ১ ওভার বাকি থাকতেই ৩ উইকেটের জয় নিশ্চিত করে অস্ট্রেলিয়া।

এই জয়ে ৭ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে এখন অজিরা। আর হেরে তিন নম্বরে নেমে গেছে ভারত।

/এএম

Comments

0 total

Be the first to comment.

More from this User

View all posts by admin