রামপাল বিদ্যুৎকেন্দ্রের লোহা বিক্রির নামে কোটি টাকা আত্মসাৎ, গ্রেপ্তার ১

রামপাল বিদ্যুৎকেন্দ্রের লোহা বিক্রির নামে কোটি টাকা আত্মসাৎ, গ্রেপ্তার ১

ঢাকা: রামপাল তাপবিদ্যুৎকেন্দ্রের অব্যবহৃত ও পুরাতন লোহা বিক্রির ভুয়া মালিক সেজে প্রতারণা করে প্রায় দেড় কোটি টাকা আত্মসাতের ঘটনায় মো. সেলিম শেখ (৪৫) নামে এক প্রতারককে গ্রেপ্তার করেছে সিআইডি ঢাকা মেট্রো পূর্ব বিভাগের একটি বিশেষ টিম।

প্রযুক্তিগত সহায়তা ও তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে রোববার ( ৫ অক্টোবর) বিকেল সোয়া তিনটার দিকে খুলনা জেলার ডুমুরিয়া থানাধীন বালিয়াখালী এলাকা থেকে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়।

সোমবার (৬ অক্টোবর) সিআইডির বিশেষ পুলিশ সুপার জসিম উদ্দীন খান এ তথ্য নিশ্চিত করেন

প্রাথমিক তদন্তে জানা যায়,  প্রতারক চক্রটি ‘পাওয়ার ম্যাক্স লিমিটেড’ নামের একটি কাল্পনিক প্রতিষ্ঠানের নামে ভুক্তভোগীদের কাছে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের পুরাতন লোহা বিক্রির প্রলোভন দেখিয়ে ১ কোটি ১০ লাখ টাকা আত্মসাৎ করে। প্রতারণার অংশ হিসেবে তারা মিথ্যা ওয়ার্ক অর্ডার প্রস্তুত করে, অফিস সাজিয়ে ভুক্তভোগীদের বিশ্বাস অর্জন করে অর্থ হাতিয়ে নেয়। এ বিষয়ে ঢাকার শ্যামপুর থানার মামলা করা হয়। পরবর্তীতে মামলার তদন্তের দায়িত্ব সিআইডির কাছে অর্পণ করা হয়।

আগে এ মামলায় পাঁচজন আসামি গ্রেপ্তার হয়েছে। গত জানুয়ারি মাসে গ্রেপ্তার আসামি হুমায়ুন কবীরের ১৬৪ ধারায় প্রদত্ত জবানবন্দিতে সম্প্রতি গ্রেপ্তার সেলিম শেখের সক্রিয় সম্পৃক্ততার তথ্য প্রকাশ পায়।

আসামি সেলিম শেখ গ্রেপ্তার এড়াতে দীর্ঘদিন ধরে বিভিন্ন নামে মোবাইল সিম ব্যবহার করে গা-ঢাকা দিয়ে চলছিল। তবে সিআইডি টিমের নিরবচ্ছিন্ন গোয়েন্দা তৎপরতা ও প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে তার অবস্থান শনাক্ত করে গ্রেপ্তার করা সম্ভব হয়।

গ্রেপ্তার আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে এবং পাঁচদিনের রিমান্ডের আবেদনসহ অন্যান্য আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। ঘটনার সঙ্গে জড়িত অন্যান্য পলাতক আসামিদের গ্রেপ্তারে সিআইডির অভিযান অব্যাহত রয়েছে।

এজেডএস/জেএইচ

 

Comments

0 total

Be the first to comment.

More from this User

View all posts by admin