রাকসু নির্বাচনে পোলিং এজেন্টদের বাধা দেওয়ার অভিযোগ ছাত্রদল সমর্থিত ভিপির

রাকসু নির্বাচনে পোলিং এজেন্টদের বাধা দেওয়ার অভিযোগ ছাত্রদল সমর্থিত ভিপির

উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে। তবে একটি কেন্দ্রে ছাত্রদল সমর্থিত প্যানেলের পোলিং এজেন্টদের ছবিসহ ভোটার তালিকা দেখতে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকাল ৯টায় বিশ্ববিদ্যালয়ের জুবেরি ভবন কেন্দ্র পরিদর্শনে গিয়ে এই অভিযোগ করেন ছাত্রদল সমর্থিত 'ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম' প্যানেলের সহ-সভাপতি (ভিপি) প্রার্থী শেখ নুর উদ্দিন আবীর।

জুবেরি ভবন কেন্দ্রে ভোট দিচ্ছেন বিশ্ববিদ্যালয়ের সৈয়দ আমীর আলী হল ও শাহমখদুম হলের শিক্ষার্থীরা।

শেখ নুর উদ্দিন আবীর জুবেরি ভবন কেন্দ্র পরিদর্শন শেষে অভিযোগ করেন, সার্বিক পরিস্থিতি এখনো পর্যন্ত ভালো। তবে জুবেরি ভবনে দায়িত্ব পালন করা আমাদের পোলিং এজেন্টরা অভিযোগ করেছেন, তাদের ছবিসহ ভোটার তালিকা দেখতে তাদের বাধা দেওয়া হচ্ছে। কিন্তু আমাদের বলা হয়েছিল নির্বাচনের দায়িত্বে থাকা রিটার্নিং কর্মকর্তা ও পোলিং এজেন্টরা এটা দেখতে পারবেন। এটা আমাদের প্রধান নির্বাচন কমিশনার স্যারকে জানালাম। তিনি দ্রুত এটা দ্রুততম সময়ের মধ্যে সমাধান করবেন বলে জানিয়েছেন।

তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, আমি এখনো আশাবাদী, সুষ্ঠু, সুন্দর, গ্রহণযোগ্য ও গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচন হবে। আমরা রাবিয়ানরা নিজেদের প্রতিনিধি নিজেদের ভোটেই নির্বাচিত করবো। কোনো ইঞ্জিনিয়ারিং হবে না বলেই আশা করছি। যদি কিছু হয়, সেটা আপনারা (সাংবাদিকরা) তুলে ধরবেন। আমরা শিক্ষার্থীদের নিয়ে সেটি প্রতিহত করবো।

তিনি আরও বলেন, নির্বাচন ঘিরে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে। তারপরও কোনো প্রার্থী ক্যাম্পাসে বহিরাগত প্রবেশ করানোর চেষ্টা করলে শিক্ষার্থীরা সেটি মেনে নিবে না। তারা সেটি প্রতিহত করবে।

সকাল ৯টায় শুরু হয় ভোটগ্রহণ। বিকেল ৪টা পর্যন্ত চলবে এই ভোট। দীর্ঘ ৩৫ বছর পর অনুষ্ঠিত হচ্ছে এই রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু), হল সংসদ ও সিনেট ছাত্র প্রতিনিধি নির্বাচন।

এসসি/এমইউএম/এএটি

Comments

0 total

Be the first to comment.

More from this User

View all posts by admin