রাজশাহীর সার্বিক নিরাপত্তা নিশ্চিতে সব উদ্যোগ নেওয়া হবে: নতুন আরএমপি কমিশনার

রাজশাহীর সার্বিক নিরাপত্তা নিশ্চিতে সব উদ্যোগ নেওয়া হবে: নতুন আরএমপি কমিশনার

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) নবনিযুক্ত কমিশনার ড. মো. জিল্‌লুর রহমান বলেছেন, ‘রাজশাহী একটি বিভাগীয় শহর। এখানে অন্যান্য শহরের মতোই নানান ধরনের চ্যালেঞ্জ রয়েছে। বিশেষ করে ট্রাফিক ব্যবস্থাপনা, মাদক ও চোরাচালান নিয়ন্ত্রণ এবং সিসিটিভি কার্যক্রম আরও সক্রিয় করতে দ্রুত পদক্ষেপ নেওয়া হবে।’ রবিবার (৩০ নভেম্বর) বেলা ১২টায় রাজশাহী মেট্রোপলিটন পুলিশ হেডকোয়ার্টার্সের কনফারেন্স রুমে সাংবাদিকদের সঙ্গে পরিচিতি সভায় এসব কথা বলেছেন তিনি।

সভায় পুলিশ কমিশনার আরও বলেন, ‘আমার জন্মস্থান বগুড়া। এই বিভাগের একজন নাগরিক হিসেবে রাজশাহী শহরের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা আমার দায়িত্ব। এই শহরকে একটি নিরাপদ শহরে পরিণত করতে যা যা করার প্রয়োজন, আমি তা আন্তরিকতার সঙ্গে করবো, ইনশাল্লাহ।’

পরিচিতি সভায় জানানো হয়, ড. মো. জিল্‌লুর রহমান রাজশাহী মেট্রোপলিটন পুলিশের ৩৩তম পুলিশ কমিশনার হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন।

অনুষ্ঠানের সঞ্চালনা করেন আরএমপির উপ-কমিশনার (সিটিটিসি) ও মুখপাত্র গাজিউর রহমান। এ ছাড়া সভায় উপস্থিত ছিলেন– রাজশাহী পুলিশ কমিশনার কার্যালয়ের অতিরিক্ত পুলিশ কমিশনাররা এবং স্থানীয় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।

Comments

0 total

Be the first to comment.

More from this User

View all posts by admin