রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ই-কার সার্ভিস উদ্বোধন

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ই-কার সার্ভিস উদ্বোধন

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ক্যাম্পাসে শিক্ষার্থীদের যাতায়াত ভোগান্তি লাঘবে ই-কার সার্ভিস চালু করা হয়েছে। বুধবার (২৬ নভেম্বর) সকাল ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবন-১-এর সামনে একযোগে পাঁচটি ই-কার উদ্বোধন করা হয়।

রাজশাহী ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের (রুয়া) উদ্যোগে বাস্তবায়িত এই প্রকল্পের উদ্বোধন করেন রাবি উপাচার্য অধ্যাপক ড. সালেহ হাসান নকীব ও রুয়া সভাপতি মাওলানা রফিকুল ইসলাম খান।

পরিবহন দফতর সূত্রে জানা যায়, ই-কার সার্ভিস সকাল সাড়ে ৮টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত ৬টি রুটে এবং বিকাল ৫টা থেকে রাত ৯টা পর্যন্ত ৫টি রুটে চলাচল করবে। এক রুটে প্রতিবার ব্যবহারের জন্য ৫ টাকা ভাড়া নির্ধারণ করা হয়েছে।

উদ্বোধনের আগে এক সংক্ষিপ্ত আলোচনা সভায় রাকসুর ভিপি মোস্তাকুর রহমান জাহিদ বলেন, ‘পরিবহন সুবিধার উন্নয়ন আমাদের ইশতেহারের অন্যতম প্রতিশ্রুতি ছিল। রুয়ার কাছে আমরা এই দাবি জানিয়েছিলাম, এবং তারা তা বাস্তবায়ন করেছে। এতে শিক্ষার্থীদের ভোগান্তি অনেকটাই কমবে বলে আশা করি। অন্যান্য ইশতেহারও বাস্তবায়নে রুয়ার সহযোগিতা অব্যাহত থাকবে বলে আমরা আশা করি।’

রুয়ার সভাপতি মাওলানা রফিকুল ইসলাম খান বলেন, ‘দেশের একমাত্র বিশ্ববিদ্যালয় হিসাবে রাবিতে রুয়ার আনুষ্ঠানিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। দেশের অন্য বিশ্ববিদ্যালয়ের অ্যালামনাই কমিটিগুলো অ্যাডহক পদ্ধতিতে গঠিত হয়েছে। আর আমরা জানি যে এই ধরনের কমিটি দ্বারা কখনও সংস্কার কার্য সম্পূর্ণ করা সম্ভব নয়। আমাদের নির্বাচিত প্রতিনিধিদের একটি সংস্কার হলো এই ই-কার। যা শিক্ষার্থীদের যাতায়াতে কষ্ট অনেকটা লাঘব করবে।’

রাবি উপাচার্য অধ্যাপক ড. সালেহ হাসান নকীব বলেন, ‘দায়িত্ব গ্রহণের পর থেকে রুয়ার প্রতিনিধিরা ইতোমধ্যে বিশ্ববিদ্যালয় এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কল্যাণে কিছু কাজ করেছে। আমি আশা করি রুয়ার দায়িত্বশীলরা সবাই মিলে নতুন নতুন দৃষ্টান্ত স্থাপন করবেন। যাতে রুয়া সারা দেশের মধ্যে একটি মডেল অ্যালামনাই অ্যাসোসিয়েশন হতে পারে।’

উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মাঈন উদ্দিন, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. ফরিদ উদ্দিন খান, রুয়া’র সাধারণ সম্পাদক ও সিন্ডিকেট সদস্য অধ্যাপক ড. নিজাম উদ্দিন, পরিবহন দফতরের প্রশাসক অধ্যাপক ড. আব্দুর রাজ্জাক, রুয়ার সাংগঠনিক সম্পাদক এমাজউদ্দীন মন্ডল, নির্বাহী সদস্য নুরুল ইসলাম বুলবুল-সহ বিশ্ববিদ্যালয় প্রশাসনের উর্ধ্বতনরা, রুয়া, রাকসু ও হল সংসদের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। ই-কার উদ্বোধনের পর উপস্থিত সবার মাঝে মিষ্টি বিতরণ করা হয়।

যেসব রুটে চলবে ই-কার

সকাল সাড়ে ৮টা হতে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত:

রুট-১ বিনোদপুর, মতিহার হল, কেন্দ্রীয় মসজিদ, কাজী নজরুল ইসলাম মিলনায়তন, দ্বিতীয় বিজ্ঞান ভবন, তৃতীয় বিজ্ঞান ভবন, টুকিটাকী, সেন্ট্রাল লাইব্রেরি, প্যারিস রোড, অগ্রণী ব্যাংক।

রুট-২ কাজলা, মমতাজ উদ্দীন কলা ভবন (পশ্চিম), সিরাজী ভবন, টুকিটাকী, অগ্রণী ব্যাংক।

রুট-৩ রোকেয়া হল, সিরাজী ভবন, টুকিটাকী, হবিবুর রহমান হল চারুকলা প্রথম বিজ্ঞান ভবন, দ্বিতীয় বিজ্ঞান ভবন, হবিবুর রহমান হল, কৃষি অনুষদ।

রুট- ৪ আমীর আলী হল, মাদার বখশ হল, জিয়াউর রহমান হল, হবিবুর রহমান হল, দ্বিতীয় বিজ্ঞান ভবন, তৃতীয় বিজ্ঞান ভবন, রবীন্দ্র ভবন, সেন্ট্রাল লাইব্রেরি, প্যারিস রোড, অগ্রণী ব্যাংক।

রুট-৫ আমীর আলী হল, মাদার বখশ হল, জিয়াউর রহমান হল, হবিবুর রহমান হল, চারুকলা, কৃষি অনুষদ।

রুট-৬ অগ্রণী ব্যাংক, কেন্দ্রীয় লাইব্রেরি, তৃতীয় বিজ্ঞান ভবন, দ্বিতীয় বিজ্ঞান ভবন, হবিবুর রহমান হল, চারুকলা, কৃষি অনুষদ।

বিকাল ৫টা থেকে রাত ৯টা পর্যন্ত:

রুট-১ বিনোদপুর গেইট, শাহ মখদুম হল, আমীর আলী হল, মাদার বখশ হল হবিবুর রহমান হল, কাজী নজরুল ইসলাম মিলনায়তন, শের-ই-বাংলা হল মতিহার হল, বিনোদপুর গেইট।

রুট-২ বিনোদপুর গেইট, মতিহার হল, কেন্দ্রীয় মসজিদ, প্যারিস রোড, মন্নুজান হল, বেগম রোকেয়া হল।

রুট-৩ কাজলা গেইট, বেগম রোকেয়া হল।

রুট- ৪ অগ্রণী ব্যাংক, বেগম রোকেয়া হল।

রুট- ৫ অগ্রণী ব্যাংক, হবিবুর রহমান হল, মাদার বখশ হল, আমীর আলী হল।

Comments

0 total

Be the first to comment.

More from this User

View all posts by admin