রাজনৈতিক সরকার যাতে স্বৈরাচারী হতে না পারে সেটা খেয়াল রাখতে হবে: দুদক চেয়ারম্যান

রাজনৈতিক সরকার যাতে স্বৈরাচারী হতে না পারে সেটা খেয়াল রাখতে হবে: দুদক চেয়ারম্যান

ঢাকা: রাজনৈতিক সরকার যেন স্বৈরাচারী রূপ না নেয়, সেটা খেয়াল রাখা সাংবাদিকদের দায়িত্ব-এ মন্তব্য করেছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মোমেন। তিনি বলেন, এজন্য সাংবাদিকদের সততার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে।

মঙ্গলবার (১৪ অক্টোবর) সকালে দুদকে কর্মরত সাংবাদিকদের সংগঠন রিপোর্টার্স এগেইনস্ট করাপশন (র‍্যাক) সদস্যদের কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

দুদক চেয়ারম্যান বলেন, আওয়ামী লীগের শাসনামলে বহু প্রভাবশালী ব্যবসায়ী দুর্নীতির মাধ্যমে দেশকে প্রায় সর্বশান্ত করার চেষ্টা করেছে। এসব দুর্নীতির তদন্ত দুদক ভয়ভীতিহীনভাবে পরিচালনা করে যাচ্ছে।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার পরিবারের সদস্য এবং পলাতক দুর্নীতিবাজদের দেশে ফেরাতে ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশসহ প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে।

পাচার হওয়া অর্থ দেশে ফেরানো সহজ নয়, তবে দুদক এবং সরকারের সংশ্লিষ্ট সংস্থাগুলো নিরলসভাবে চেষ্টা করে যাচ্ছে বলেও জানান ড. মোমেন।

তিনি বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে যেন কোনো দুর্নীতিগ্রস্ত ব্যক্তি মনোনয়ন না পায়, এ বিষয়ে রাজনৈতিক দলগুলোকে সতর্ক থাকতে হবে।

নির্বাচনে মনোনয়ন বেচাকেনা বন্ধ করতে হবে উল্লেখ করে তিনি বলেন, এটি যদি বন্ধ না করা যায়, তাহলে দুর্নীতি কখনোই নির্মূল হবে না।  

এসএমএকে/এসআইএস

Comments

0 total

Be the first to comment.

More from this User

View all posts by admin