রাজনীতিতে নতুন জবরদস্তির আলামত দেখা যাচ্ছে: সাইফুল হক

রাজনীতিতে নতুন জবরদস্তির আলামত দেখা যাচ্ছে: সাইফুল হক

বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেছেন, চরম দুঃশাসনের বিরুদ্ধে দুটো অভূতপূর্ব গণঅভ্যুত্থানের পরও অনেকে স্বৈরতন্ত্রের ভূত কাঁধে নিয়ে হাঁটছেন। রাজনীতিতে নতুন জবরদস্তির আলামত দেখা যাচ্ছে। নতুন রূপে ফ্যাসিবাদের পদধ্বনি শোনা যাচ্ছে। বৈষম্যহীন মানবিক সমাজ ও রাষ্ট্র বিনির্মাণে নূর হোসেন আর আবু সাঈদরা অনুপ্রেরণা হিসেবে কাজ কাজ করবেন।

সোমবার (১০ নভেম্বর) সকালে শহীদ নূর হোসেনের ৩৮তম মৃত্যুবার্ষিকীতে গুলিস্তানে নূর হোসেন চত্বরে নূর তার স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

সাইফুল হক বলেন, সামরিক স্বৈরাচারবিরোধী আন্দোলনের শহীদ নূর হোসেনের আত্মাহুতির প্রায় চার দশক পার হলেও গণতন্ত্র এখনও মুক্তি পায়নি। ২৪ এর রক্তঝরা গণঅভ্যুত্থানের পরও অনেকে স্বৈরতন্ত্রের ভূত কাঁধে নিয়ে হাঁটছেন। রাজনীতিতে নতুন কর্তৃত্ববাদ, নতুন জবরদস্তির আলামত দেখা যাচ্ছে। অনেকে গায়ের জোরে জনগণের ওপর নিজেদের দলীয় এজেন্ডা চাপিয়ে দেওয়ার চেষ্টা করছেন। মূলত সরকারের দুর্বলতা ও অকার্যকারিতার সুযোগ নিয়ে অনেকেই ঘোলা পানিতে মাছ শিকারে নেমে পড়েছেন।

তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, দুটো ঐতিহাসিক গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে চরম কর্ত্বতৃবাদী স্বৈরাচারী শাসকগোষ্ঠীকে বিদায় দিলেও তাদের শিকড় উপড়ে ফেলা যায়নি। আর এ কারণেই বারবার দমন ও নিপীড়নমূলক শাসন ফিরে আসছে। তাই গোটা ফ্যাসিস্ট ব্যবস্থা নির্মূল ছাড়া গণতান্ত্রিক শাসন প্রতিষ্ঠা করা সম্ভব নয়।

এ সময় আরও ছিলেন– পার্টির রাজনৈতিক পরিষদের সদস্য বহ্নিশিখা জামালী, আকবর খান, মীর মোফাজ্জল হোসেন মোশতাক, কেন্দ্রীয় কমিটির সদস্য সিকদার হারুন মাহমুদ, মীর রেজাউল আলম, কেন্দ্রীয় সংগঠক বাবর চৌধুরী, যুবরান আলী জুয়েল, ঢাকা মহানগর কমিটির সদস্য মোহাম্মদ সালাউদ্দিন, মোহাম্মদ রিয়েল, আরিফুল ইসলাম আরিফ, চুন্নু সিকদার প্রমুখ।

Comments

0 total

Be the first to comment.

নিউইয়র্কে আখতারের ওপর হামলা: নিরাপত্তায় ব্যর্থতার জন্য দায়ীদের বিচার চায় এনসিপি BanglaTribune | দল ও সংগঠন

নিউইয়র্কে আখতারের ওপর হামলা: নিরাপত্তায় ব্যর্থতার জন্য দায়ীদের বিচার চায় এনসিপি

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, যুক্তরাষ্ট্রে সরকারি প্রটোকল কর্মকর্তাদের...

Sep 23, 2025

More from this User

View all posts by admin