রাজীব মণি দাসের রচনায় নির্মিত হলো ‘নিয়তি’

রাজীব মণি দাসের রচনায় নির্মিত হলো ‘নিয়তি’

রাজীব মণি দাসের রচনা ও নাজনীন হাসান খানের পরিচালনা সম্প্রতি কালিগঞ্জের উলুখোলার বিভিন্ন লোকেশনে নির্মিত হলো ‘নিয়তি’। এতে অভিনয় করেছেন- শিবলী নওমান, জান্নাতুন নূর মুন, মাসুদ মহিউদ্দিন, সাইকা আহমে, ফরিদ হোসাইন, স্নিগ্ধা হোসাইন,  সুব্রত চক্রবতী, প্রমুখ।

নাট্যকার রাজীব মণি দাস বলেন, ‘নিজের ইচ্ছে মতো সব সময় সবকিছু ঘটে না। যেইটা ঘটে সেইটাই নিয়তি। আর এমন নিয়তির গল্পেই রয়েছে মানুষের জীবনের নানান হিসেব-নিকেশ। যেই হিসেব কখনো মিলে কখনো মিলে না। ’ 

পরিচালক নাজনীন হাসান খান বলেন, ‘মানুষের ভাগ্যে কখন কি ঘটে কেউ আগে থেকে জানে না। ক্ষেত্র বিশেষে একে অপরকে দোষারোপ করে, যদিও এর পেছনের গল্প থাকে ভিন্ন। মিল না হলে যেমন এক ছাদের নিচে বাস করা যায় না, তেমনি অমিল সম্পর্কও এক সময় অলৌকিকভাবে মিল হয়ে যায়। এমনই সৌন্দর্যের গল্প-নিয়তি। ’ 

গল্প সংক্ষেপ- স্বামীর সংসার ত্যাগ করে বাবার বাড়িতে একবারে চলে এসেছে ইশা। ইশার মুখ থেকে ডির্ভোস নামক শব্দটি শোনে কিংকর্তব্যবমিূঢ় হয়ে পড়ে উপস্থিত সবাই। বাবা মা ইশাকে বুঝায় যেন তার সিদ্ধান্ত পরিবর্তন করে। তবে ইশা এমন প্রকৃতির মেয়ে যে মচকালেও ভাঙ্গবে না। যা একবার মুখ দিয়ে বেরিয়ে গেছে জীবন থাকতে সে আর হ্যাঁ বলবে না।

জীবন গতিময়, থেমে নেই তার পথচলা। আর এই পথচলার মাঝে নতুন করে রাতুলের সাথে সম্পর্ক হয় ইশার। ইশা যেন একটু বেশি দুর্বল হয়ে পড়ে রাতুলের প্রতি। ধ্যান-জ্ঞান সবকিছুই রাতুলকে ঘিরে।  

মেয়ের এই রকম বেহায়াপনা সহ্য করতে পারে না পরিবারের কেউ। ইশা সিদ্ধান্ত নেয় রাতুলকে বিয়ে করবে। ইশা রাতুলের হাত ধরে কাজী অফিসে প্রবেশ করে দিপুকে দেখে অবাক হয়ে যায়। রাতুল যখন ইশাকে সবকিছু খুলে বলে ইশার তখন লজ্জায় মাথা কাঁটা যায়। তার মানে এতদিন রাতুল তার সাথে মিথ্যা ভালোবাসার অভিনয় করে গেছে। বন্ধুর জন্য বন্ধু এই রকম একটা কাজ করতে পারে? 

শীঘ্রই এমনই রোমাঞ্চকর গল্পটি দেখা যাবে কোনো বেসরকারি টেলিভিশন চ্যানেলে।

এনএটি/

Comments

0 total

Be the first to comment.

যে কারণে ক্ষমা চাইলেন পপি Banglanews24 | বিনোদন

যে কারণে ক্ষমা চাইলেন পপি

প্রায় পাঁচ বছর আড়ালে ছিলেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত চিত্রনায়িকা সাদিকা পারভীন পপি। আর তার...

Sep 13, 2025

More from this User

View all posts by admin