রাজধানী ঢাকায় অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১০ নেতাকর্মী গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
শনিবার রাতে রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
রবিবার (১৬ নভেম্বর) ডিএমপি মিডিয়া বিভাগ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃতরা রাজধানীতে ঝটিকা মিছিল পরিকল্পনা, অর্থায়ন ও এতে সক্রিয় অংশগ্রহণে জড়িত থাকার অভিযোগে তাদেরগ্রেফতার হয়েছে। তবে গ্রেফতারকৃতদের তাৎক্ষণিকভাবে পরিচয় প্রকাশ করা হয়নি।
পুলিশ সূত্রে জানা গেছে, আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এবং নিষিদ্ধ দলের বিভিন্ন কর্মসূচি ঠেকাতে গোয়েন্দা পুলিশের এই অভিযান অব্যাহত থাকবে।