রাজবাড়ীতে ৫ লক্ষাধিক টাকা মূল্যের মাদকসহ গ্রেফতার ২

রাজবাড়ীতে ৫ লক্ষাধিক টাকা মূল্যের মাদকসহ গ্রেফতার ২

রাজবাড়ী করেসপনডেন্ট: 

রাজবাড়ীর কালুখালীতে ১৯ কেজি গাঁজা ও মাদক বহনকারী মাইক্রোবাসসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-১০। শনিবার (১৩ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে এক প্রেস বিজ্ঞপ্তিতে র‍্যাব-১০ এ তথ্য জানায়।

গ্রেফতারকৃতরা হলেন, মেহেরপুর জেলার শোলমারী গ্রামের আব্দুল বাড়ীর ছেলে মো. তোফাজ্জল (৪৫) ও দিঘির পাড়ার মো. রেজাউল ইসলাম এর ছেলে মো. রিজন (২১)।

ফ‌রিদপুর র‌্যাব-১০ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার ও সহকারী পরিচালক (মিডিয়া) তাপস কর্মকার জানান, শুক্রবার দিবাগত রাত দুইটার পর র‍্যাব-১০ ফরিদপুর ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে রাজবাড়ী কালুখালীর বোয়ালিয়া ইউনিয়নের সোনাপুর মোড় সংলগ্ন ভাবীর হোটেলের সামনে রাজবাড়ী টু কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে চেকপোস্ট স্থাপন করে তল্লাশী কার্যক্রম পরিচালনা করে। এ সময় তল্লাশি চা‌লিয়ে মেহেরপুর থেকে আসা একটি মাইক্রোবাস হতে আনুমানিক পাঁচ লক্ষ ৭০ হাজার টাকা মূল্যের ১৯ কেজি গাঁজাসহ ২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার ও মাইক্রোবাসটি জব্দ করা হয়।

গ্রেফতারকৃতরা পেশাদার মাদক ব্যবসায়ী জানিয়ে র‍্যাব আরও জানায়, তারা বেশ কিছুদিন যাবৎ অবৈধভাবে গাঁজাসহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহ করে রাজবাড়ীসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিল। তাদের বিরুদ্ধে মাদক মামলা দিয়ে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

Comments

0 total

Be the first to comment.

চুয়াডাঙ্গার দুইটি সংসদীয় আসনের ভোটকেন্দ্রের খসড়া তালিকা প্রকাশ  JamunaTV | সারাদেশ

চুয়াডাঙ্গার দুইটি সংসদীয় আসনের ভোটকেন্দ্রের খসড়া তালিকা প্রকাশ 

চুয়াডাঙ্গা জেলার দুইটি সংসদীয় আসনের খসড়া ভোটকেন্দ্রের তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। খসড়া তা...

Sep 13, 2025

More from this User

View all posts by admin