প্যারিস ফ্যাশন উইকে হঠাৎ কেন গেলেন মেগান মার্কেল

প্যারিস ফ্যাশন উইকে হঠাৎ কেন গেলেন মেগান মার্কেল

এক ফ্যাশন ডিজাইনার বন্ধুকে সমর্থন জানাতে গত শনিবার ফ্রান্সে প্যারিস ফ্যাশন উইকে হাজির হন ডাচেস অব সাসেক্স মেগান মার্কেল।

আটলান্টিক অঞ্চলে একক ভ্রমণ শেষে শনিবার মেগান প্যারিসে ফ্যাশন ব্র্যান্ড ব্যালেনসিয়াগার শোতে উপস্থিত হন।

মেগানের এক মুখপাত্র বলেন, তিনি ফ্যাশন হাউসটির নতুন ক্রিয়েটিভ ডিরেক্টর পিয়েরপাওলো পিচিওলির নকশায় তৈরি কয়েকটি পোশাক পরেছেন। পিয়েরপাওলো পিচিওলির নতুন ক্রিয়েটিভ অধ্যায়ের প্রতি সমর্থন জানাতে তিনি (মেগান) প্যারিস ফ্যাশন উইকে এসেছেন।

এক দশকের বেশি সময়ের মধ্যে এটি মেগানের প্রথম কোনো ফ্যাশন আয়োজনে উপস্থিত হওয়া।

অনুষ্ঠানে ৪৪ বছর বয়সী মেগানকে ফ্যাশন ম্যাগাজিন ভোগের গ্লোবাল এডিটরিয়াল ডিরেক্টর অ্যানা উইন্টোর এবং চলচ্চিত্র পরিচালক বাজ লুহরম্যানকে শুভেচ্ছা জানাতে দেখা গেছে।

মেগান সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে তাঁর প্যারিস যাওয়ার খবর জানান। শনিবার তিনি সাদা রঙের ওয়াইড-লেগ ট্রাউজার এবং একই রঙের ব্লেজার পরেছিলেন। পায়ে ছিল কালো রঙের পয়েন্টেড-টো হিল জুতা। তাঁর চুল পেছন দিকে টেনে বাঁধা ছিল।

পরে মেগানকে কালো রঙের আরেকটি পোশাকে দেখা গেছে।

মেগানের মুখপাত্র বলেছেন, গত কয়েক বছরে ডাচেস ডিজাইনার পিয়েরপাওলোর নকশা করা বেশ কয়েকটি পোশাক পরেছেন। বিশ্ব মঞ্চে গুরুত্বপূর্ণ আয়োজনগুলোতে তাঁরা ঘনিষ্ঠভাবে একসঙ্গে কাজ করেছেন।

আগামীকাল মঙ্গলবার পর্যন্ত প্যারিস ফ্যাশন উইক আয়োজন চলবে।

Comments

0 total

Be the first to comment.

ড্রোনের কারণে ডেনমার্কে বিমানবন্দরের কার্যক্রম বন্ধ, কারা কেন ওড়াচ্ছে Prothomalo | ইউরোপ

ড্রোনের কারণে ডেনমার্কে বিমানবন্দরের কার্যক্রম বন্ধ, কারা কেন ওড়াচ্ছে

ডেনমার্কের বিমানবন্দরের ওপর দিয়ে ওড়ানো ড্রোনগুলো কোনো ‘পেশাদার গোষ্ঠীর’ কাজ বলে মনে হচ্ছে বলে জানিয়ে...

Sep 25, 2025
গাজায় জাতিগত নিধনের মধ্যেই এক মাসে ইসরায়েলে ১ লাখ বুলেট পাঠিয়েছে যুক্তরাজ্য Prothomalo | ইউরোপ

গাজায় জাতিগত নিধনের মধ্যেই এক মাসে ইসরায়েলে ১ লাখ বুলেট পাঠিয়েছে যুক্তরাজ্য

গাজায় ইসরায়েলি সামরিক বাহিনীর চলমান জাতিগত নিধন অভিযানের মধ্যেই গত আগস্ট মাসে যুক্তরাজ্য থেকে ইসরা...

Oct 01, 2025

More from this User

View all posts by admin