পূজার কেনাকাটায় বিকাশ পেমেন্টে ডিসকাউন্ট ও ক্যাশব্যাক

পূজার কেনাকাটায় বিকাশ পেমেন্টে ডিসকাউন্ট ও ক্যাশব্যাক

এবারও শারদীয় দুর্গা উৎসবকে সামনে রেখে কেনাকাটাকে আরও সহজ, সাশ্রয়ী ও আনন্দময় করতে বিকাশ নিয়ে এসেছে অনলাইন ও অফলাইন কেনাকাটায় আকর্ষণীয় সব ডিসকাউন্ট ও ক্যাশব্যাক অফার।  

সুপরিচিত ব্র্যান্ড থেকে শুরু করে বিভিন্ন অনলাইন ও অফলাইন শপে পোশাক, জুতা, ইলেকট্রনিক ডিভাইস ও অ্যাকসেসরিজ, গ্রোসারি, প্রসাধনী পণ্য, মিষ্টান্ন, খাবার অর্ডারসহ নানা কেনাকাটায় বিকাশ পেমেন্টে গ্রাহকরা এই ডিসকাউন্ট ও ক্যাশব্যাক অফারগুলো উপভোগ করতে পারছেন।

বিভিন্ন অফারের আওতায় গ্রাহকরা বিকাশ পেমেন্টে এই ডিসকাউন্ট ও ক্যাশব্যাক সুবিধা পেতে পারেন। এই অফারগুলো উপভোগ করা যাবে ৪ অক্টোবর পর্যন্ত। পূজার কেনাকাটায় বিকাশ পেমেন্টে অফারগুলো একসাথে পাওয়া যাবে এই লিংকে।

যেসব মার্চেন্টে ডিসকাউন্ট ও ক্যাশব্যাক পাওয়া যাচ্ছে 

লাইফস্টাইল ব্র‌্যান্ড: ‘ডি১’ কোড যোগ করে নির্দিষ্ট লাইফস্টাইল ব্র্যান্ডে পোশাক, জুতা, অ্যাক্সেসরিজ, পার্সোনাল কেয়ার, বিউটি পার্লার ও সেলুনে অফার চলাকালীন পাওয়া যাবে ৩শ টাকা পর্যন্ত ডিসকাউন্ট। ন্যূনতম এক হাজার টাকা পেমেন্টে প্রতিবার পাওয়া যাবে ১শ টাকা ডিসকাউন্ট, যা এক দিনে সর্বোচ্চ দুইবার গ্রহণ করা যাবে।

সুপারস্টোরে উৎসবের বাজার: পূজা উপলক্ষে স্পেশাল রান্নার প্রস্তুতি নিতে দরকারি কেনাকাটায় ‌‘ডি২’ কোড যোগ করে আগোরা, আলমাস সুপারশপ, ডেইলি শপিং, আমানা বিগ বাজার, মিনা বাজার, প্রিন্স বাজার, ইউনিমার্টসহ আরও বেশকিছু সুপারস্টোরে ন্যূনতম ১৫শ টাকা বিকাশ পেমেন্ট করে পাওয়া যাবে ২শ টাকা পর্যন্ত ডিসকাউন্ট। দিনে একবার ৫০ টাকা করে অফার চলাকালীন সর্বোচ্চ চারবারে নেওয়া যাবে এই ডিসকাউন্ট।

পাশাপাশি, স্বপ্ন সুপারস্টোরের বিভিন্ন আউটলেটে ‘ডি৩’ কুপন কোড যোগ করে ন্যূনতম এক হাজার টাকা বিকাশ পেমেন্টে দিনে একবার ৫০ টাকা করে অফার চলাকালীন তিনবারে সর্বোচ্চ ১৫০ টাকা ডিসকাউন্ট মিলবে।  

ইলেকট্রনিক্স ও ফার্নিচার: উৎসবের আনন্দ বাড়াতে নির্দিষ্ট ফার্নিচার আর ইলেকট্রনিক্স আউটলেটে কেনাকাটায় থাকছে ৫শ টাকা পর্যন্ত ক্যাশব্যাক। ১০ হাজার থেকে ২৯ লাখ ৯শ ৯৯ দশমিক ৯৯ টাকার পেমেন্ট বিকাশ করলে ২শ টাকা ক্যাশব্যাক অথবা ৩০ হাজার বা তার বেশি টাকার পেমেন্ট বিকাশ করলে ৫শ টাকা ক্যাশব্যাক পাওয়া যাবে। অফার চলাকালীন একবার ক্যাশব্যাক পাওয়া যাবে।

রেস্টুরেন্টে খাওয়া-দাওয়া: উৎসব উদযাপনে পছন্দের রেস্টুরেন্টে ‘ডি৪’ কুপন কোড যোগ করে দিনে একবার ন্যূনতম ৫শ টাকা বা তার বেশি বিকাশ পেমেন্টে ১০ শতাংশ করে সর্বোচ্চ ১শ টাকা এবং অফার চলাকালীন দুই বারে মোট ২শ টাকা পর্যন্ত ডিসকাউন্ট পাওয়া যাবে।

সুইটস ও বেকারি: ‘ডি৭’ কুপন যোগ করে পছন্দের সুইটস ও বেকারি শপে ন্যূনতম ৩০০ টাকা বিকাশ পেমেন্টে মিলবে ডিসকাউন্ট। ক্যাম্পেইন চলাকালীন দিনে ১ বার ৩০ টাকা এবং অফার চলাকালীন ৫ বারে সর্বোচ্চ ১৫০ টাকা পর্যন্ত ডিসকাউন্ট পাওয়া যাবে।

আউটফিট, ফুটওয়্যার ও অ্যাক্সেসরিজ: দেশব্যাপী বিভিন্ন ফ্যাশন, ফুটওয়ার, অ্যাক্সেসরিজ শপে ‘ডি৫’ কোড যোগ করে ন্যূনতম ১শ পর্যন্ত এবং অফার চলাকালীন দুইবারে সর্বোচ্চ ২শ টাকা পর্যন্ত ডিসকাউন্ট মিলবে।

অনলাইন শপিং: নির্দিষ্ট অনলাইন শপ থেকে পছন্দের কেনাকাটায় বিকাশ পেমেন্টে ৫ শতাংশ ও ১০ শতাংশ করে ২শ টাকা পর্যন্ত ক্যাশব্যাক পাওয়া যাবে। অফার চলাকালীন দুইবারে মিলবে এই ক্যাশব্যাক।

এদিকে অনলাইন গ্রোসারি প্ল্যাটফর্ম চালডাল, ডেইলি শপিং, মীনা বাজার ও স্বপ্ন অনলাইন থেকে যেকোনো পণ্য অর্ডারে ন্যূনতম এক হাজার টাকা বিকাশ পেমেন্টে পাচ্ছেন ১শ টাকা পর্যন্ত ক্যাশব্যাক।

এএটি

Comments

0 total

Be the first to comment.

More from this User

View all posts by admin