পুরান ঢাকায় বৃষ্টির পানিতে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

পুরান ঢাকায় বৃষ্টির পানিতে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

ঢাকা: রাজধানীর পুরান ঢাকার বংশালের নাজিরাবাজার এলাকায় জমে থাকা বৃষ্টির পানিতে বিদ্যুতায়িত হয়ে আমিন (৩০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। তিনি স্থানীয় একটি বেকারির কর্মচারী ছিলেন।

সোমবার (২২ সেপ্টেম্বর) সকাল সোয়া ৯টার দিকে নাজিরাবাজার চৌরাস্তার কাজী আলাউদ্দিন রোডের জামাই গলিতে এ দুর্ঘটনা ঘটে। পথচারীরা মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক সকাল পৌনে ১০টার দিকে মৃত ঘোষণা করেন।

পথচারী জিসান জানান, সকালে সাইকেলে করে কাজী আলাউদ্দিন রোড দিয়ে যাচ্ছিলেন আমিন। হঠাৎ পানিতে পড়ে বিদ্যুতায়িত হয়ে অচেতন হয়ে পড়েন তিনি। পরে কয়েকজনের সহায়তায় বাঁশ দিয়ে তাকে পানি থেকে টেনে তোলা হয়। তবে হাসপাতালে নেওয়ার পর তার মৃত্যু হয়।

জিসান আরও বলেন, ওই সড়কে একটি বৈদ্যুতিক খুঁটি রয়েছে। বৃষ্টির পানিতে তা থেকে বিদ্যুৎ ছড়িয়ে পড়ায় এ দুর্ঘটনা ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে।

নিহত আমিনের বাড়ি পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার টেলিসানি গ্রামে। তার বাবার নাম মো. বাদশা মিয়া। তিনি ঢাকার হাজারীবাগ বিজিবি এক নম্বর গেট এলাকায় বসবাস করতেন।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, নাজিরাবাজার এলাকা থেকে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আহত অবস্থায় যুবককে হাসপাতালে আনা হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। এজেডএস/আরআইএস

Comments

0 total

Be the first to comment.

More from this User

View all posts by admin