পুঁজিবাজার সম্পর্কে সচেতনতা বাড়াতে জেলা-উপজেলা প্রশাসনকে সম্পৃক্ত করার উদ্যোগ

পুঁজিবাজার সম্পর্কে সচেতনতা বাড়াতে জেলা-উপজেলা প্রশাসনকে সম্পৃক্ত করার উদ্যোগ

বিনিয়োগ শিক্ষা ও পুঁজিবাজার সম্পর্কে সচেতনতা বাড়াতে সব জেলা ও উপজেলা প্রশাসনের সম্পৃক্ত করার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

সোমবার (২০ অক্টোবর) বিএসইসি থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বিনিয়োগ শিক্ষা ও পুঁজিবাজার সম্পর্কে সচেতনতা বাড়াতে সব জেলা ও উপজেলা প্রশাসনকে আর্থিক প্রতিষ্ঠান বিভাগ কর্তৃক মন্ত্রিপরিষদ বিভাগকে অনুরোধ জানানো হয়। যার পরিপ্রেক্ষিতে মন্ত্রিপরিষদ বিভাগের মাঠ প্রশাসন সংযোগ অধিশাখা গত ৮ অক্টোবর এক চিঠির মাধ্যমে সব জেলা ও উপজেলা প্রশাসনকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ জানিয়েছে। একইসঙ্গে দেশের সব বিভাগের বিভাগীয় কমিশনারকে চিঠির অনুলিপি পাঠানো হয়েছে। এ ছাড়া চিঠিতে দেশের সব জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তাকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।

মন্ত্রিপরিষদ বিভাগ নিম্নবর্ণিত বিষয়ে সব জেলা ও উপজেলা প্রশাসনকে সহযোগিতা দেওয়ার জন্য তথা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ জানিয়েছে।

১. জেলা প্রশাসনের ওয়েবসাইটে ফিন্যান্সিয়াল লিটারেসি ও বিনিয়োগ সচেতনতা কার্যক্রমকে একটি লিংক হিসেবে যুক্ত করা (ওয়েবসাইট www.finlitbd.com * https//www.youtube.com/@financialliteracyprogramba6178)।

২. জেলা/উপজেলা পর্যায়ে বিএসইসি কর্তৃক ফিন্যান্সিয়াল লিটারেসি ও বিনিয়োগ সচেতনতা কার্যক্রম সেমিনার কর্মশালা ইত্যাদি আয়োজনের ক্ষেত্রে সহায়তা ও সমন্বয় সাধন।

৩. জেলা মাসিক সমন্বয় সভায় বিনিয়োগ শিক্ষা ও নিরাপদ বিনিয়োগ সচেতনতা সৃষ্টির লক্ষ্যে বিষয়াট নিয়মিত আলোচনার অন্তর্ভুক্তকরণ।

৪. জেলা তথ্য অফিসের সহযোগিতায় বিনিয়োগ শিক্ষা ও সচেতনতাবিষয়ক প্রচার প্রকাশনার উদ্যোগ গ্রহণ।

৫. জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার/সিনিয়র সহকারী কমিশনার ব্যবসা, বাণিজ্য ও বিনিয়োগ শাখাকে পুঁজিবাজার বিনিয়োগ সংক্রান্ত তথ্য সরবরাহ করা ও সহযোগিতা প্রদানের দায়িত্ব প্রদান করা হয়েছে।

সর্বোপরি এর মাধ্যমে দেশব্যাপী বিনিয়োগ শিক্ষা ও পুঁজিবাজারে সচেতনতা সৃষ্টি কার্যক্রম আরও বেগবান হবে বলে বিএসইসি মনে করে। পুঁজিবাজার অংশীজনরাসহ দেশের সবার সহযোগিতায় দেশব্যাপী বিনিয়োগ শিক্ষার প্রচার, প্রসার ও বিকাশ ঘটাতে চায় বিএসইসি। সবার সম্পৃক্ততায় জনসাধারণ ও বিনিয়োগকারীরা বিনিয়োগ শিক্ষায় শিক্ষিত হবেন ও সচেতন হবেন এবং দেশের পুঁজিবাজার ও অর্থনীতির উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলেই বিএসইসির প্রত্যাশা।

এসএমএকে/আরবি  

Comments

0 total

Be the first to comment.

জীবন ও সম্পদ বাঁচাতে সড়কে উন্নত পরিবহন যুক্ত করতে হবে: উপদেষ্টা  Banglanews24 | অর্থনীতি-ব্যবসা

জীবন ও সম্পদ বাঁচাতে সড়কে উন্নত পরিবহন যুক্ত করতে হবে: উপদেষ্টা 

দুর্ঘটনা এড়াতে সড়কের অবকাঠামো উন্নয়নের পাশাপাশি উন্নত ধরনের পরিবহন সংযোজনের তাগিদ দিয়েছেন বাণিজ্য উপ...

Sep 12, 2025
বাগেরহাটে চারদফা দাবিতে ইসলামী ব্যাংক গ্রাহকদের মানববন্ধন Banglanews24 | অর্থনীতি-ব্যবসা

বাগেরহাটে চারদফা দাবিতে ইসলামী ব্যাংক গ্রাহকদের মানববন্ধন

বাগেরহাট: বাগেরহাটে ইসলামী ব্যাংক থেকে এস আলম গ্রুপের নেওয়া ঋণের অর্থ পাচার, অবৈধভাবে কর্মকর্তা-কর্ম...

Oct 06, 2025

More from this User

View all posts by admin