পুলিশের সহায়তায় হারানো মোবাইল ফিরে পেলেন ৭৫ জন

পুলিশের সহায়তায় হারানো মোবাইল ফিরে পেলেন ৭৫ জন

হারিয়ে যাওয়া ৭৫টি মোবাইল ফোন উদ্ধার করে ৭৫ জন মালিককে বুঝিয়ে দিয়েছে রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) সাইবার ক্রাইম ইউনিট। প্রযুক্তিগত সহায়তায় জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত উদ্ধার হওয়া হারানো মোবাইলগুলো বৃহস্পতিবার (৯ অক্টোবর) প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করা হয়।

দুপুর সাড়ে ১২টার দিকে আরএমপি সদর দফতরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আরএমপির  পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান। তিনি ৭৫টি মোবাইল ফোন মালিকদের হাতে তুলে দেন।

আবু সুফিয়ান বলেন, ‌‘মোবাইল ফোন এখন মানুষের দৈনন্দিন জীবনের অপরিহার্য ডিভাইস। শুধু যোগাযোগের মাধ্যম নয়, এটি শিক্ষা, ব্যবসা, ব্যাংকিং, সামাজিক যোগাযোগসহ নানা গুরুত্বপূর্ণ কাজে ব্যবহৃত হয়। তাই মোবাইল ব্যবহারে সবাইকে আরও সতর্ক ও দায়িত্বশীল হতে হবে। মোবাইল হারিয়ে গেলে তা ফিরে পাওয়া একসময় ছিল কঠিন কাজ। কিন্তু আরএমপির সাইবার ক্রাইম ইউনিটের আধুনিক প্রযুক্তি ও নিষ্ঠার কারণে এখন এটি অনেক সহজ হয়েছে। তবু নাগরিকদের উচিত হারানো প্রতিরোধে সচেতন থাকা।’

আবু সুফিয়ান বলেন, ‘বেশ কিছু অসাধু ব্যক্তি চুরি করা মোবাইল কেনাবেচায় জড়িত। এতে সাধারণ মানুষ প্রতারণা ও আর্থিক ক্ষতির শিকার হন। তাই ব্যবহৃত বা পুরোনো মোবাইল কেনার সময় বিক্রেতার পরিচয় ও মোবাইলের বৈধতা যাচাই করা জরুরি। চুরি করা মোবাইল কেনাবেচা আইনের দৃষ্টিতে শাস্তিযোগ্য অপরাধ।’

আরএমপি সূত্র জানায়, উদ্ধার হওয়া মোবাইলগুলোর কিছু রাজশাহীর, বাকিগুলো দেশের বিভিন্ন জেলা থেকে হারিয়ে গিয়েছিল। থানায় করা সাধারণ ডায়েরির (জিডি) ভিত্তিতে সাইবার ক্রাইম ইউনিট আধুনিক প্রযুক্তির মাধ্যমে মোবাইলগুলো শনাক্ত করে উদ্ধার করতে সক্ষম হয়। আরএমপির সাইবার ক্রাইম ইউনিট ও বিভিন্ন থানা পুলিশ ২০২৪ সালের নভেম্বর থেকে ২০২৫ সালের সেপ্টেম্বর পর্যন্ত মোট ৫১২টি মোবাইল ফোন উদ্ধার করেছে। যেকোনো তথ্য, সমস্যা বা আইনগত সহায়তা পেতে যোগাযোগ করা যেতে পারে আরএমপির তথ্য ও সেবাকেন্দ্রের হটলাইন নম্বর +৮৮০২৫৮৮৮০১৩৫১ ও মোবাইল ০১৩২০০৬৩৯৯৯-এ। সাইবার সংক্রান্ত তথ্য ও সেবা পেতে যোগাযোগ করা যাবে সাইবার হটলাইন +৮৮০১৩২০০৬১৯৯৯-এ।

Comments

0 total

Be the first to comment.

রাকসু নির্বাচনে ১৭ কেন্দ্রে ভোট গ্রহণ, নিরাপত্তায় থাকবে দুই হাজার পুলিশ BanglaTribune | রাজশাহী বিভাগ

রাকসু নির্বাচনে ১৭ কেন্দ্রে ভোট গ্রহণ, নিরাপত্তায় থাকবে দুই হাজার পুলিশ

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু), হল সংসদ ও সিনেট ছাত্র প্রতিনিধি নির্বাচনের ভোট গ...

Sep 16, 2025

More from this User

View all posts by admin